DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

বুধবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১২

ফাগুনের জলধারা-The stream of Phagun

জানো কী মেয়ে তোমায় আমি চিনে নিয়েছি...!
পলাশ ফুলে ফুলে-রক্তকরবীতে আমি তোমায় জেনে নিয়েছি..।।
বিচ্ছিন্ন ব্যদনা রোদনে বিজয়..কাল-জয়..তোমার তাই পরাজয়...
কেন হারানোর ভয়..
অবচেতন মন অবলীলায় যখন আমার বাহুর পাশে...
তোমার হলো না দূর বিজয়...
হারলাম না কেউ মোরা...বিজয় আজ তোমার-আমার পদ্ম -পায়ে..টুপ-টাপ বৃষ্টি হয়ে ঝড়ে..!!!

অগোছালো ফাগুনের কেশ দিগন্তে উড়ে বেড়ায়..।।

ফাগুনের আকাশে আমি মেঘ'ছবি আঁকি..
উত্তর বাতাসে আমি বাঁজাই আড়-বাঁশী..
তোমার বাড়ীর সামনে ঝড়ে ঝুম ঝুম বুষ্টি..
আমের বোলে ছড়াচ্ছে আজ মাতাল করা গন্ধী...।।
-----------------------------------------------

You know what kind of girl I have recognized you...!

I have recognized you in the blossoming flowers of Palash and the blood of the blood...

 Victory in the cry of separation and pain..time-victory..your defeat...

Why the fear of losing..

When the subconscious mind is in a state of confusion next to my arm...

 You have not won a distant victory...

I have not lost to anyone...Victory today is at your-my lotus feet..drop by drop in the rain and storm..!!!

 Phagun's messy hair flies towards the horizon...

 I paint clouds in the Fagun sky..

I play the flute in the north wind..

The wind blows in front of your house..

The intoxicating fragrance spreads on the mango tree today.

Written Date-28-02-2012
২৮-০২-২০১২
১৬ ফাল্গুন ১৪১৮ বাংলা
PB Date-29-02-2012
mdrazib
© 2012

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

আমি কী ভূলিতে পারি...!!!♣



♣আমার ভাই -বোন'এর রক্ত রাঙালো একুশে ফেব্রুয়ারী...

মোরা কী ভূলিতে পারি♣
------------------------

শুধু এ'মাসের জন্য কাছে পেয়েছি..তাই তোমাকে নিয়ে টানা-টানি..!!
বলতে চাই সারাটি বছর আমার ভাষা হোক বাঙলা জানি..
অফিস থেকে রাস্তা পর্যন্ত তোমার আহজারি...
আমি কী ভূলিতে পারি...!

ইংরেজী না বলতে পারলে স্যার দেয় আমায় গালি..আমি কী ভূলিতে পারি...!!!
বাংলা ভাষা খাতায় লিখলে স্যারের মুখোস্রী হয় কালি.....মোরা কী ভূলিতে পারি...!!

আমার জিহ্বা বলতে গিয়ে হাতরে মরে...শুনি না বাংলার ধ্বনী...
বাংলা শোনার জন্য মা কান দাড়িয়ে থাকে..আমি কী ভূলিতে পারি...বল মা আমি কী ভূলিতে পারি...!!

© mdrazib
২০-০২-২০১২ইং---১১:৫৯pm
PB DATE- 21-02-2012
৭ই ফাল্গুন, ১৪১৮ বাংলা
© All Rights Reserved

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

♥আবছায়া প্রিয়া♥

তুমি ঝড়ণা নও..
নও কোন রাতের তারা,
ফাগুন'ভালবাসায় কেন তব দিশেহারা..!!
আমি বলে উঠলাম-
"লাল টিপ কপালে উঠেছে ওই...
হেরীনু পত্রপল্লব ডাকছে ওই...
অধরা গগনে চাহি কেন তব দু'নয়ন...
করবে সে পলকে পলকে বন্দনা চরণ..।।"

এতো মায়াবী যে তাকে ছাড়া যায় না..
এতো দু:খ যে জীবনে দিয়ে বেড়ায় তাকে ঘৃণা করা যায় না..!!

"ভাল সব তোমার আড়ালে...শহর রাস্তায়...যান-যটের শহরে...
শহরের শেষ সীমানায় আজ তোমার বসবাস..."

তোমার চোখের আলোয় আমি হারাই আবার..
ঘৃণা করতে পারি না-ভালবাসতে পারি না...
কেমন যেন তুমি এক আবছায়া আয়না...।।

Written DATE-17-02-2012
৬ই ফাল্গুন, ১৪১৮ বাংলা
-----------------------
PB DATE- 18-02-2012

© All Rights Reserved
প্রকাশিত হয়েছে/Published on-
PROTHOM-ALO BLOG~শূদ্ধতাঙ্গন
&
WORDPRESS-KOBITANGON-কবিতাঙ্গন

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২

♥♣বাংলাদেশ পজিটিভ♣♥

আমার রক্তের নাম বাংলাদেশ পজিটিভ..
কারো রক্ত লাগবে কী..আমার রক্ত দিয়ে আমি নিজেকে স্বাধীন করি..
আমার রক্তের গন্ধে তোমরা এখন ঘুমাও রাত হলে...
ঘুমিয়ে থাকে জব্বার, বরকত, আর তোমরা...
আমার রক্তে গণতন্ত্র, বাকশক্তি মুক্তি পায়...
কেউ কী আছে...সে রক্তের স্বাদ নিতে..!
সে রক্ত তুষার ঝড়ে শক্ত হয় না কোনদিন..
টগবগে এক তরুন আমি, আমার রক্তে সবাই জানি..।।
আমার রক্তে জন্ম নেয় প্রেমিক-পেমিকা..
সৃষ্টিকর্তা আমায় বানায় একটি নাম দিয়ে "বাংলাদেশ"
আমি এখন চল্লিশ পেরিয়ে একচল্লিশে..
সবুজ সন্তানরা নির্বিঘ্নভাবে ভেসে বেড়ায় আমার সবুজ ছায়াঁর নিচে।।

Written DATE-09-02-2012
২৭শে মাঘ, ১৪১৮ বাংলা
-----------------------
PB DATE- 09-02-2012
২৭শে মাঘ, ১৪১৮ বাংলা

© All Rights Reserved-2012

প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON~কবিতাঙ্গন

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

নতুন বিজয় শেষে~

()
অনেক খেয়েছি মা...
তোমায় কী দিয়েছি মা...?
স্বাধীন দেশে থাকবো তাই পেয়েছি মা তোমায়...
দিইনি রক্ত নিজের...তারপর'ও তুমি দিয়েছো ঠাই মোরে..
আমায় ক্ষমা কর মা...যাচ্ছি ছেড়ে তোমায়..
বিজয় গাঁথা দেখা হলো না আর..তোমার কোলে শুয়ে..।।
()
ওই দেখো মা তোমার লাল-সবুজ উড়ে...লাল শাড়ী উড়ে.আমার বোন কোথায় মা..!!!!
মা...ও'মা..মা তুমি কোথায় মা....!!
মা'গো....আমার বোন তার লাল শাড়ী-টা পড়া হলো না আর..!
আজ বিজয়ের দিন...আমার বোন-টা হারিয়ে গেছে মা
কোথায় মা...আমি যে ফিরে এলাম স্বাধীন বাঙলা-তে...
আমার বোন-টা কোথায় মা...মা...আ..আ..আ....!!
()

আলোকসজ্জা তোমার মনে..

লাল রক্ত আমার মনে...

সেই দেশ আমার মত বিবাগী...

আছে আরো ভালবাসা অন্তরে-প্রান্তরে..

রাস্তা ধারে তারাবাতী...আরো উড়ে ফানুস...

লীলাথেলায় মেতে উঠে আমার স্বদেশ..বিজয়ের ঐশ্বর্যে..।।

 

Written DATE-16-12-2011
২র পৌষ, ১৪১৮ বাংলা
20th Muharram, 1433 Hj
-----------------------
PB DATE- 19-12-2011
৫ই পৌষ, ১৪১৮ বাংলা
23rd Muharraham, 1433 H
j
© All Rights Reserved
প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON-Wordpress.com

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

উত্তরণ

কেন তব এ অনুরাগ আসিলো তোমার..
আমার এ'পানে চাহি কেন সে হাসি..
আমি অধরা পাখি ..
চাহিবো না আর তোমার পানে..
কহিলে না সে কথা যা রাখিয়া দিলে তিতাসের বুকে..
সমাহিত মোর প্রেম সেখানে..

চাহিয়ো না আর মোর পত্রপল্লবে..
সহ্যের বান ভা্ঙ্গিবে সেদিন..
প্রেম আজ আমার জিদের উত্তরণ...
তোমা বীনে আমি থাকিতে সক্ষম..
অপ্রেম কোথা ? বলিবে কে আমায়..?
আমি ধরার মাঝে থাকিতে প্রত্যয়..।।


১২ নভেম্বর , ২০১১
২৮ কার্তিক, ১৪১৮ বাংলা
-------------
12th November, 2011
28th Kartik, 1418 Bengali

©mdrazib-2011

রবিবার, ১৪ আগস্ট, ২০১১

অমোঘ'অমরত্ব প্রেম

তুমি আমার জীদ নও..
তুমি আমার চাওয়া..
তোমার অমোঘ নিয়তীর পালে এমন কেন হাওয়া।
এ কেমন চাওয়া..
সব চেয়ে সুন্দর..অমরত্ব তুমি..
শ্রাবণের শেষ আদর পাওয়া..।

অন্ধকারে এক আলোয়ানের আলোয়
দেখা তুমি....
স্পষ্ট ছিলনা মুখোষ,
তুমি সেই প্রেম;
তোমায় নিয়ে এলেম..।

ব্যাকরণ ভুলে যাওয়া এক স্বরলিপি,
তোমার গহীন অঞ্চলে ঝড়া পাতা..।
রাগ-বিরাগের এক স্বরবর্ণ,
বিরহের এক হালখাতা..।

ছোঁয়া যায় না তোমার পবিত্র আত্মা
এভাবে আমি কী তোমার যোগ্য..
হিংসার দানবরা মন খুড়ে চলে
তোমায় হারানোর ভয়ে..কেন আজ অসভ্য।।


১৪-০৮-২০১১ ইং
৩০শে শ্রাবণ, ১৪১৮ বাংলা
১৩ই রমজান, ১৪৩২ হিঃ
© mdrazib-2011
Published on-
KOBITANGON~"শূদ্ধতাঙ্গন"

শুক্রবার, ২২ জুলাই, ২০১১

অন্তর-ধারা

ONTTOR-DHARA"

"বৃষ্টি কথা বলো না..
স্বপ্নেরা আছে পাশপাশি,
ভালবাসা কতো ছিল বলা হলো না।।

কথা হচ্ছে কানে কানে,
কাশবনের অদূর দূরে শোনো শোনো..
শ্রাবণ বরীষণ..।।

আনন্দ'ধারা বাহিরে কারো কারো লাগি,
অশ্রু'ধারা ভিতরে ভিতরে ;
সে ছিল কারো আজ সে আমার হলো..।।

সদা সম্ভাবনায় থাকে পাশে;
সেই ধারা আপন মনে,
হৃদয় প্রসারী প্রেম..
ভরে লও মনের গহীন গহণে..।।

মোঃ রাযিব আকাশ
[অপ্রকাশীত থেকে নিবেদন]"


২৬-১০-২০০৮ ইং

Md Razib Akash
Written Date-26-10-2008
[From my Unpublished work]
©mdrazib-2011
Published on-
MD.RAZIB AKASH-er PROTHOMALO BLOG

মঙ্গলবার, ২১ জুন, ২০১১

তুমি কী আমার!

নিশীথ'স্বপণ শেষে যখন থাকে পাশাপাশি,
সোনালী আভায় যখন তুমি দেখো আমায় কাছাকাছি..
চিনতে তুমি পারোনা..।।

ভয়ানক ভালোবাসা পেতে ইচ্ছে হয় তোমার,
মন'বীনা বাঁজে না কোথাও আর..
জাগ্রত ধরনীর কুঞ্জবনে..
মোরা দু'টি পাখি গাহি গান অরণ্যে../
সে ভালবাসা উড়ে উড়ে বলে ..
তুমি কী আমার...
তুমি কী আমার..!!


শেষ বিকেলের গোধূলী আলোয়
যে কান্নার অশ্রূ তোমার ঝড়ে...
রক্ত ঝড়ে আমার হাতের মুঠিতে..;
কোনো ভুলে অগচরে..নয় কোনো অভীমানে
হৃদয়মঞ্জুরীতে সে ভালবাসা তোমার সুপ্ত প্রাণে
..।।

যামিনী আসে হেথা হৃদয়ের কথোকতা
তব তোমার দু'টি আঁখিতে..
পলকে পলকে..
কভু চেনো নাই সদূরবিদারী এই আমাকে..।।

কেন তব
সেই
ভালবাসা উড়ে উড়ে বলে..
তুমি কী আমার
...
তুমি কী আমার..!!


মোঃ রাযিব
Written Date->19-06-2011
5th-ASAR-1418 Bengali
১৯-০৬-২০১১ ইং
৫-আষাঢ়-১৪১৮

PUBLISH ->21-06-2011

© All Rights Reserved-mdrazib/2011