DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

শুক্রবার, ২২ জুলাই, ২০১১

অন্তর-ধারা

ONTTOR-DHARA"

"বৃষ্টি কথা বলো না..
স্বপ্নেরা আছে পাশপাশি,
ভালবাসা কতো ছিল বলা হলো না।।

কথা হচ্ছে কানে কানে,
কাশবনের অদূর দূরে শোনো শোনো..
শ্রাবণ বরীষণ..।।

আনন্দ'ধারা বাহিরে কারো কারো লাগি,
অশ্রু'ধারা ভিতরে ভিতরে ;
সে ছিল কারো আজ সে আমার হলো..।।

সদা সম্ভাবনায় থাকে পাশে;
সেই ধারা আপন মনে,
হৃদয় প্রসারী প্রেম..
ভরে লও মনের গহীন গহণে..।।

মোঃ রাযিব আকাশ
[অপ্রকাশীত থেকে নিবেদন]"


২৬-১০-২০০৮ ইং

Md Razib Akash
Written Date-26-10-2008
[From my Unpublished work]
©mdrazib-2011
Published on-
MD.RAZIB AKASH-er PROTHOMALO BLOG