DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

বুধবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১২

ফাগুনের জলধারা-The stream of Phagun

জানো কী মেয়ে তোমায় আমি চিনে নিয়েছি...!
পলাশ ফুলে ফুলে-রক্তকরবীতে আমি তোমায় জেনে নিয়েছি..।।
বিচ্ছিন্ন ব্যদনা রোদনে বিজয়..কাল-জয়..তোমার তাই পরাজয়...
কেন হারানোর ভয়..
অবচেতন মন অবলীলায় যখন আমার বাহুর পাশে...
তোমার হলো না দূর বিজয়...
হারলাম না কেউ মোরা...বিজয় আজ তোমার-আমার পদ্ম -পায়ে..টুপ-টাপ বৃষ্টি হয়ে ঝড়ে..!!!

অগোছালো ফাগুনের কেশ দিগন্তে উড়ে বেড়ায়..।।

ফাগুনের আকাশে আমি মেঘ'ছবি আঁকি..
উত্তর বাতাসে আমি বাঁজাই আড়-বাঁশী..
তোমার বাড়ীর সামনে ঝড়ে ঝুম ঝুম বুষ্টি..
আমের বোলে ছড়াচ্ছে আজ মাতাল করা গন্ধী...।।
-----------------------------------------------

You know what kind of girl I have recognized you...!

I have recognized you in the blossoming flowers of Palash and the blood of the blood...

 Victory in the cry of separation and pain..time-victory..your defeat...

Why the fear of losing..

When the subconscious mind is in a state of confusion next to my arm...

 You have not won a distant victory...

I have not lost to anyone...Victory today is at your-my lotus feet..drop by drop in the rain and storm..!!!

 Phagun's messy hair flies towards the horizon...

 I paint clouds in the Fagun sky..

I play the flute in the north wind..

The wind blows in front of your house..

The intoxicating fragrance spreads on the mango tree today.

Written Date-28-02-2012
২৮-০২-২০১২
১৬ ফাল্গুন ১৪১৮ বাংলা
PB Date-29-02-2012
mdrazib
© 2012