DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

মঙ্গলবার, ২১ জুন, ২০১১

তুমি কী আমার!

নিশীথ'স্বপণ শেষে যখন থাকে পাশাপাশি,
সোনালী আভায় যখন তুমি দেখো আমায় কাছাকাছি..
চিনতে তুমি পারোনা..।।

ভয়ানক ভালোবাসা পেতে ইচ্ছে হয় তোমার,
মন'বীনা বাঁজে না কোথাও আর..
জাগ্রত ধরনীর কুঞ্জবনে..
মোরা দু'টি পাখি গাহি গান অরণ্যে../
সে ভালবাসা উড়ে উড়ে বলে ..
তুমি কী আমার...
তুমি কী আমার..!!


শেষ বিকেলের গোধূলী আলোয়
যে কান্নার অশ্রূ তোমার ঝড়ে...
রক্ত ঝড়ে আমার হাতের মুঠিতে..;
কোনো ভুলে অগচরে..নয় কোনো অভীমানে
হৃদয়মঞ্জুরীতে সে ভালবাসা তোমার সুপ্ত প্রাণে
..।।

যামিনী আসে হেথা হৃদয়ের কথোকতা
তব তোমার দু'টি আঁখিতে..
পলকে পলকে..
কভু চেনো নাই সদূরবিদারী এই আমাকে..।।

কেন তব
সেই
ভালবাসা উড়ে উড়ে বলে..
তুমি কী আমার
...
তুমি কী আমার..!!


মোঃ রাযিব
Written Date->19-06-2011
5th-ASAR-1418 Bengali
১৯-০৬-২০১১ ইং
৫-আষাঢ়-১৪১৮

PUBLISH ->21-06-2011

© All Rights Reserved-mdrazib/2011