ঈদের সকাল আসছে ওই
শিউলি ফুল ঝড়িয়ে সাদা-কমলার চাঁদরে..।
ঈদের সকাল সবার ঘরে..
নতুন আশার আলো নিয়ে...
ভাল থাকুন যেখানেই আছুন...
ভালবাসার চাঁদরে..।।
===============
RAN © mdrazib
3rd Ograhayon, 1417 BD ৩রা অগ্রহায়ণ,১৪১৭ 10th Jikhajj, 1431 Hj 17-11-2010
শিউলি'তলায় ভোর হয়েছে পবিত্র এই ধরায়
দোয়েল পাখির গানের সুরে ব্যস্ত জীবন ছড়ায় ।
সর্বনাম, অব্যয়, ক্রিয়া-এক হয়ে মিশে যাচ্ছে তপ্ত দুপুর বেলায়...
সন্ধি-বিচ্ছেদ কী ঘটাবে,
শুভ্রতায় শরৎ'রানী কাশবনের'ছায়ায়..!!
আশ্বিনের'শেষে গোধূলী রাঙা সাঁঝের'আকাশে,
প্রতীক্ষায় নিশীরাত জোনক'জ্বলা প্রাতে ।।
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Dawn has broken at the foot of the Shiuli.
In this sacred place, busy life spreads to the tune of the song of the Doel bird.
Pronouns, prepositions, verbs - merging into one on a hot afternoon...
What will the breakup of the treaty bring about?
In the shade of the white autumn queen, the cashew tree..!!
At the end of Ashwin, the twilight-colored evening sky,
The night is waiting for the fire to burn in the morning.
mdrazib © All Rights Reserved
18th Asshin 1417 Bangla
03 Oct' 2010
"
আমি নির্বাক হয়ে বসে আছি..
চোখের জল কখোন গড়িয়ে পড়লো
আমি বুঝিনি...;
আলোর রঙে আঁকা মেঘেদের রঙ
কখোন ফেঁকাশে হয়ে গেল
আমি বুঝিনি...।
"
সব উড়ে গেল তুলার মতো
সভ্যতার নির্মম বেড়াজলে আটকা পরে
পাখি হয়ে গেল দিশেহারা..;
বিস্মিত ভূবনের সব একাকি হয়ে ফিরে
কেউ হয়ে গেছে সর্বহারা।
"
কোথায় দাঁড়িয়ে আছি..
এক স্বত্বা মম ধারণ করে
ভুলে গিয়েছি...;
স্ববাক পৃথিবীর নির্বাক সভ্যতায়
তব কেন ফিরে আসি..।
মোঃ রাযিব
Md. Razib
০৫-০৬-২০১০
২২শে জৈষ্ঠ্য, ১৪১৭ বাংলা
"
পৃথিবীর স্ববাক মানুষ
আমি অবাক হই না আজ আগের মতো;
যখন কেউ হারিয়ে যায় জীবন থেকে।
"
পাখির কলোতানে মুখোরিত এই পৃথিবী
আমি আগের মতো মুখোরিত হই না;
যখন কেউ গান শোনায় আমায়।
"
ঝড়ের আঘাতে জর্জরীত এই পৃথিবী
আগের মতো ভীত নই আজ আমি;
যখন কোন লাশ থাকে আমার কাঁধে।
"
আমি সব কিছুর জন্যই প্রাপ্য ছিলাম
ভালো-ভাবে বাঁচার আশায় ধ্বংস আজ আমার বাসভূমি;
আমি তথন'ও অবাক হইনি।
"
যখন আমার মুখোমন্ডল দু'পাশের মারির জোরে
বের করে নিয়ে আসে এক ফালি হাসি;
আমি অবাক হই তখন
যখন ভাবতে শেখায় আমার অস্বতীত্ব আমি হাসতে জানি।।
মোঃ রাযিব