DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

বুধবার, ৭ জুলাই, ২০১০

বিশ্বকাপ...ফুটবল...২০১০..!!--World Cup-2010

বিশ্বকাপ... ফুটবল ... ২০১০!!

কেউ হারে কেউ জিতে,,এইতো বিশ্ব কাপ.
চার বছর পরে আসে,, চলে হরদম আলাপ
রাস্তায় লাইন ধরে মানুষ দেখে দলে দল
এভাবেই খেলাতে অসহ্যের ভোম্বল
নিজের দলটি জিতে গেলেই হয় যেন সম্বল ।।
কোথাও আবার লাগে কথার কাটা-কাটি ভীষন,,
কার দল কে জিতে..এই হল এক মিশন
কোটি কোটি টাকা দিয়ে পতাকাটা সাজাই,,
আমার দেশকে ভালোই লাগে অন্যের পতাকা সাজাই
রাত জেগে খেলা দেখি,,মন আনন্দে মাতায়,,
নিজ দল জিতে গেলে...ভাঙ্গি গলা রাস্তায় ।।
ভুভুঝিলা-র শব্দকে অনূভব করি,,
নাইজেল দিয়ে আমি মাথা ঠান্ডা করি ।।
আমার দল হেরে গেলে চোখ ভাসে জলে,,
আমি আবার আনন্দে ফাঁটি..দল ফাইনালে গেলে ।
আনন্দে দেখি সবাই মোরা পরের খেলা ঘরে,
নিজের দেশ বিশ্বকাপে খুঁজে পাই না আমারে ।
নিজের দেশের পতাকা আমার বিশ্বকাপে উড়ে,,
সেই দৃশ্য দেখাবো কী হায়..!.অশ্রুভরা জলে !!
আবার তুমি আসবে ফিরে হে বিশ্বকাপ ঘরে ঘরে,
সেই আশাতেই পা' যে আমার যাচ্ছে মাটির কালো কবরে ।।


মোঃ রাযিব আকাশ
০৫-০৭-২০১০
২১ আষাঢ়, ১৪১৭


© All Rights Reserved
by mdrazib