DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

শরৎ-রানী- Autumn Queen

শিউলি'তলায় ভোর হয়েছে পবিত্র এই ধরায়
দোয়েল পাখির গানের সুরে ব্যস্ত জীবন ছড়ায়

সর্বনাম, অব্যয়, ক্রিয়া-এক হয়ে মিশে যাচ্ছে তপ্ত দুপুর বেলায়...
সন্ধি-বিচ্ছেদ কী ঘটাবে,
শুভ্রতায় শরৎ'রানী কাশবনের'ছায়ায়..!!

আশ্বিনের'শেষে গোধূলী রাঙা সাঁঝের'আকাশে,
প্রতীক্ষায় নিশীরাত জোনক'জ্বলা
প্রাতে ।।

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Dawn has broken at the foot of the Shiuli. 

In this sacred place, busy life spreads to the tune of the song of the Doel bird.

Pronouns, prepositions, verbs - merging into one on a hot afternoon...

What will the breakup of the treaty bring about?

In the shade of the white autumn queen, the cashew tree..!!

At the end of Ashwin, the twilight-colored evening sky,

The night is waiting for the fire to burn in the morning.

mdrazib © All Rights Reserved

18th Asshin 1417 Bangla
03 Oct' 2010