"
পৃথিবীর স্ববাক মানুষ
আমি অবাক হই না আজ আগের মতো;
যখন কেউ হারিয়ে যায় জীবন থেকে।
"
পাখির কলোতানে মুখোরিত এই পৃথিবী
আমি আগের মতো মুখোরিত হই না;
যখন কেউ গান শোনায় আমায়।
"
ঝড়ের আঘাতে জর্জরীত এই পৃথিবী
আগের মতো ভীত নই আজ আমি;
যখন কোন লাশ থাকে আমার কাঁধে।
"
আমি সব কিছুর জন্যই প্রাপ্য ছিলাম
ভালো-ভাবে বাঁচার আশায় ধ্বংস আজ আমার বাসভূমি;
আমি তথন'ও অবাক হইনি।
"
যখন আমার মুখোমন্ডল দু'পাশের মারির জোরে
বের করে নিয়ে আসে এক ফালি হাসি;
আমি অবাক হই তখন
যখন ভাবতে শেখায় আমার অস্বতীত্ব আমি হাসতে জানি।।
মোঃ রাযিব
Md. Razib
২রা জুন, ২০১০/ 02-06-2010
E-blog PB-02-06-2010
© All Rights Reserved
by mdrazib