শায়েরি ১
বইয়ের মধ্যে খুঁজেছি বারবার, ভালোবাসার গভীরতা,
প্রতিটি অক্ষরে লুকিয়ে, শত শত বছরের একাকীত্ব-কথা।
এ কেমন ভালোবাসা, যেন এক বাঁধা বইয়ের মতো,
যার প্রতিটি অধ্যায়ে, এক নতুন রহস্য জমা হতো।
পড়তে থাকো, উন্মোচিত হয় জীবনের রহস্য,
লেখকও হতবাক, কী ছিল তার নিজের সত্ত্ব?
শায়েরি ২
পাতার ভাঁজে জড়ানো, সেই ভালোবাসার অনুভব,
যা ঠোঁট পর্যন্ত পৌঁছায়নি, হৃদয়ের সেই রাজত্ব তব।
বই শুধু অক্ষরের সমষ্টি নয়,
এটা আত্মার আয়না, প্রতিটি হৃদয়ের কামনা রয়।
এতে জড়ানো আছে, গতকালের কাহিনী,
আগামীকালের, এক নামহীন নিশানাও বটে জানি।
শায়েরি ৩
প্রতিটি বইয়ে মেলে, প্রেমের এক নতুন কিনার,
কখনো রোদে ঝলমলে, কখনো রাতের তারার বাহার।
ভালোবাসাও তেমনই, এক গভীর সমুদ্র বিশাল,
যার তীরে, প্রতিটি হৃদয়ের সিকান্দার হয় বেহাল।
শব্দের নৌকায়, মানুষ নেমে পড়ে আর ভেসে চলে,
ডুব দেয়, আর নিজের কষ্ট খুঁজে মেলে।
শায়েরি ৪
বইয়ের মধ্যে লুকানো, শত শত বছরের অপূর্ণ ভালোবাসা,
কখনো শব্দে হারানো, কখনো চোখে তীব্র পিপাসা।
ভালোবাসার দর্শন তো এটুকুই,
যে তার প্রতিটি দৃষ্টিতে, এক নতুন ইবাদত ওই।
এটা শুধু গল্প নয়, আত্মার মলম এটা,
প্রতিটি ক্ষত সারায়, দেয় এক নতুন জন্ম সেথা।
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
Love in Books: A Journey into Depths
Couplet 1
In books, I've often sought love's profound depth,
Within each letter, centuries of loneliness kept.
What is this love, but like a bound book,
In whose every chapter, a new secret took?
Read on, and the mystery of life unfolds,
Even the writer marvels, what his own essence holds.
Couplet 2
Wrapped within the pages' layers, that feeling of love,
What couldn't reach the lips, the heart's sovereignty thereof.
A book is not just a collection of words,
It's the soul's mirror, every heart's deep accords.
In it is contained, the story of yesterday's past,
A nameless sign, of tomorrow's shadow cast.
Couplet 3
In every book, love finds a new shore,
Sometimes shining in sun, sometimes a night star to adore.
Love too is like this, a deep ocean vast,
On whose shore, every heart's conqueror is cast.
In the boat of words, people descend and flow,
They dive in, and find their own sorrow.
Couplet 4
Hidden in books, centuries of incomplete love's plight,
Sometimes lost in words, sometimes in eyes' fiery light.
The philosophy of love is simply this,
That in every gaze of her, a new worship there is.
This is not just a story, but the soul's balm true,
It heals every wound, gives a new birth to you.
©mdrazib-06/2025