DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

রবিবার, ১৮ মে, ২০২৫

Friend's Shohagh Birthday ~ বন্ধু সোহাগের জন্মদিন

Today is a day of light, a day of joy, my heart sings,

For today is the auspicious birthday of my friend Shohagh.

This day returns again after a year's spin,

A flood of joy flows by my friend's kin.

So many memories are entwined with this day,

Laughter, jokes, and walking together on the way.

Even in days of sorrow, you were my friend so true,

You lit the darkness, and soothed my heart anew.

Dreams float in your eyes, may they all come alive,

May your chariot of victory always thrive.

I know you will reach the peak of success one day,

Your sincere effort is its primary say.

On this special day, I send much affection,

Love and best wishes, this is my humble connection.

May you remain healthy and full of delight,

May your birthday be even more beautiful and bright.

Happy Birthday, My friend Shohagh!

May this day be filled with endless colors of glee.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~


আজ আলোর দিন, খুশির দিন, গান গেয়ে ওঠে মন,

আমার বন্ধু সোহাগের আজ যে শুভ জন্মদিন।

বছর ঘুরে এই দিনটি আবার ফিরে আসে,

আনন্দের বন্যা বয়ে যায় বন্ধুর পাশে।


কত স্মৃতি জড়িয়ে আছে এই দিনের সাথে,

হাসি-ঠাট্টা, গল্প আর পথ চলা একসাথে।

কষ্টের দিনেও ছিলে তুমি বন্ধু আমার,

আঁধারে জ্বেলেছো আলো, জুড়িয়েছো মন বারবার।

তোমার চোখে স্বপ্ন ভাসে, ভরে উঠুক তা সত্যি,

জীবনের পথে চলুক তোমার জয়রথ নিত্য।


সাফল্যের শিখরে তুমি একদিন পৌঁছাবে জানি,

তোমার ঐকান্তিক চেষ্টাই তো তার প্রধান বাণী।


আজকের এই বিশেষ দিনে জানাই অনেক প্রীতি,

ভালোবাসা আর শুভকামনা, এই আমার মিনতি।

থাকো সুস্থ আর আনন্দে ভরপুর,

তোমার জন্মদিন হোক আরও সুন্দর ও মধুর।

শুভ জন্মদিন, বন্ধু আমার সোহাগ!

এই দিনটি ভরে উঠুক খুশির রঙে, অফুরান।


©mdrazib-18/05/2025