DATE/TIME


me

Instagram

Instagram

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

একদিন রাতে

এমনি একদিন হিম শীতল রাতে তোমার উপস্থিতি
রং এর প্রাসাদ ছেড়ে অরন‍্যে ঘোরাঘুরি,
রাস্তার পাশের দোকানে গরম রঙ চা পান করে
হাতে জলন্ত সিগারেটের ধোঁয়ায় বয়সটা উড়ে গেছে!
আজো ভুলতে পারিনি প্রথম ছিলে না কি দ্বিতীয়,
এ জীবন ধন্য যদি না হতো তোমায় পেয়ে
সারা রাত জেগে সেই সব দিনগুলি।।
কোথায় আছিস?
জানি আমার মতো সংসারে তোর বসবাস,
হঠাৎ করে আর হয় না দেখা চোখের পাতায়
হবে কী আবার সেই রাতের মতোন দিনগুলি!
শুকনো ঠোঁটে আবারো হাসি দিয়ে
এই নিশির ঝরা রাতে,
তোর দড়জায় কড়া নেড়ে
বলবো “কীরে জেগে আছিস!!”

RAN©mdrazib-18

22-Dec-2018

৮ই-পৌস-১৪২৫ বাংলা

[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

ঘুম শেষে

জলন্ত নিশির ঝরা পাতার প্রকাশনা
খেজুরের রসের সাথে থাকবো দুজন দুজনাতে!
ঐচ্ছিক ছুটির বিন‍্যাসে ফিরবো মোরা হৃদয়েতে।
ছলাৎ ছলাৎ বুকের উপর নদীর ছবি দেখি,
কুয়াশা ঢাকা মহানগরে ফাঁকা মাঠে সেকী !
সাদা আলোয় ভাসে রাতের নগরি,
মনের মানুষ খুঁজে বেড়ায় সাদা মনের পরী।
–পায়না খুঁজে সুখের নগরি আমার
কাঁদায় সে আর হাসায়;

ঘুম শেষে এই স্বপ্ন ভাঙ্গে একদিন হিম শীতল ভোরে,
পাশে খুকুমণি ঘুমায় মোর হাতে’পর মাথা দিয়ে।

RAN©mdrazib-18

25-Dec-2018

১০ই-পৌস-১৪২৫ বাংলা


   

[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]