DATE/TIME


me

Instagram

Instagram

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

►প্রান্তরে একুশ◄

দূরবীন্দু দুরে দ্বীপবাসি,
দিচ্ছে দ্বীপালি দ্বড়িয়ায়..দাঁড়ায়ে দেখছে দুটি আঁখি..

আজন্ম থেকে জ্বলে উঠা সুর
শত প্রবঞ্চনা সয়ে এইতো বহুদূর,
প্রথম মন্ত্রে পাওয়া "অ"
দ্বিতীয় মন্ত্রে পাওয়া "ক"
এভাবেই বর্ণের কথামালা
রক্তাক্ত হয়ে ফিরে আসে
কোন ফালগুনের'বেলা ।।

অষ্ট মঞ্জুরী দেয় "এ"
কোকিল নিয়ে আসে "কু"
স্বাধীন বেলাভূমিতে পাওয়া "শ"
জীবন হারায়ে হয়ে যায় পৃথিবীতে "অমর"
জীবনের বিন্দু বিন্দু রক্তাক্ত হয়ে আসে "একুশ"..
দুইয়ে মিলে খুঁজে পাওয়া আমার "অমর একুশ" ।।

পোহালো রাতি মোর
ভাষার টানে মন-মৃগ ছুটে;
ধূলি-কণা উড়ায় সাঁঝের'বাতাসে,
বুঝি'না কেন আজো,ভাষারে করিনা আপণ..!
পর'ভাষা মনের কথা সাথে কয় ত্রাসে

বিধাতার বিধানে মা'য়ের ভাষা
মনের গহীণে রইল জমা
বিশ্ব পারাপারে চাই নিজে ক্ষমা,
আছে কী তার কোন সীমা..!!

শব্দতটে বেড়াই ঘুড়ে, শহীদের আত্মা কেঁদে ফিরে
"মা" ডাকটি তাকে বুকে নিয়ে
অহিংসতা এনে মনে, ভাষাকে গড়ি বিশ্বদরবাড়ে ।।

মোঃ রাযিব
২০শে ফেব্রুয়ারী-২০১১ ইং
৮ ফাল্গুন, ১৪১৭ বাংলা
MD. RAZIB AKASH
20-02-2011
© mdrazib/2011
ALL RIGHTS RESERVED
প্রকাশিত হয়েছে-
RAZIB-AKASH-erKOBITANGON~কবিতাঙ্গন'WORDPRESS.com

শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১

♣~রক্তে ভেজা-Rokttey Veja~♣


মঙ্গল'ও আছে ওই তড়বারীতে
যা উঠে মস্তকে রাজাকারের,
বিজয়ের পদ্বধ্বনি শোনা অশ্বক্ষুর
বাঁকে বাঁকে ধায় জীবনের ।।

বিজয় সংগ্রাম শেষ নয়

তব

সংগ্রাম শুরু দেশ গড়ার ।


মহস্হানগড়, কত শীলালিপি
আর্তূনাদ আজও বুকের ভেতর

বধ্যভূমির, চোরাবালির

মুক্ত যে নয় তোমার দোশর ।।


মানবাত্মাকে জাতায় পিষে

চলেছি রঞ্জিত মুখোশ পড়ে,

সমুদ্রের চোয়ালে গ্রেণেড মেরে,

শান্তি আনার অপচেষ্টা করে ।।


মাথানত আজ তোমার তরে

একুশ যেন দাঁড়িয়ে থাকে

সবুজ শ্যামল বাংলা আমার

রক্তে ভেজা বুকের মাঝে ।।


মোঃ রাযিব

০৬-০২-২০১১ ইং
২৩ মাঘ, ১৪১৭
MD RAZIB
06-02-2011

23rd MAGH, 1417 Bengali
© mdrazib/2011-ALL RIGHTS RESERVED
প্রকাশিত হয়েছে-
প্রথম আলো ব্লগ