DATE/TIME


me

Instagram

Instagram

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০

সেই এল’এম’জি


গর্জনে তার আকাশ কাঁপে
বাতাশ ছুটে এদিক-সেদিক,
হুংকারে সে শত্রূ কাঁপায়
পথ হারায় কেউ দিক-বেদিক।।

সেই এল'এম'জি হারিয়ে গেছে

স্বপ্নটাকে পূরণ করে

আবার হাতে চাই যে তাকে
পরাণ প্রিয় বুকের মাঝে।।


তুমি যখন ছিলে কাধেঁ
শত্রূরা সব পালায় দৌঁড়ে,
তোমার ভয়ে রক্ত ঝরায়
প্রাণের মাঝে আকাশ মাতে।।

জন্মভূমি আমার প্রিয়
বাংলা আমার মা,
তোমার প্রাণে বাঁজায় বাঁশী
দোয়েল পাখির রা..আ...
।।

শিমুল তূলার বালিশ আমার
রক্তে ভেজা চোখ,
সবাই যে তাই ভূলে গেছে
আমার প্রাণের শোক।।

স্বাধীনতা এনে দিয়ে
জমা হলে সেই যে কবে,
গর্জে উঠার স্বপ্ন আমার
শত্রূ যে তাই বেঁচে আছে।।

আবার হাতে চাই যে তোমায়
ঝড়ণাধারে-বাঁশ-বাগানে,
শত্রূ সেথা চেয়ে আছে
গুড়িয়ে দিবো আজ তাকে।।

স্বাধীনতা নিয়ে আবার
ফিরবো আমি মায়ের কাছে,
বাংলা আমায় ডাকছে বুঝি
আসছি আমি তারই কাছে।।

মোঃ রাযিব
১৫-১২-২০১০ ইং
১লা পৌষ, ১৪১৭ বাংলা

ALL RIGHTS RESERVED
© 2010