DATE/TIME


me

Instagram

Instagram

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

♦নতুন বিজয় শেষে♦

()
অনেক খেয়েছি মা...
তোমায় কী দিয়েছি মা...?
স্বাধীন দেশে থাকবো তাই পেয়েছি মা তোমায়...
দিইনি রক্ত নিজের...তারপর'ও তুমি দিয়েছো ঠাই মোরে..
আমায় ক্ষমা কর মা...যাচ্ছি ছেড়ে তোমায়..
বিজয় গাঁথা দেখা হলো না আর..তোমার কোলে শুয়ে..।।
()
ওই দেখো মা তোমার লাল-সবুজ উড়ে...লাল শাড়ী উড়ে.আমার বোন কোথায় মা..!!!!
মা...ও'মা..মা তুমি কোথায় মা....!!
মা'গো....আমার বোন তার লাল শাড়ী-টা পড়া হলো না আর..!
আজ বিজয়ের দিন...আমার বোন-টা হারিয়ে গেছে মা
কোথায় মা...আমি যে ফিরে এলাম স্বাধীন বাঙলা-তে...
আমার বোন-টা কোথায় মা...মা...আ..আ..আ....!!
()

আলোকসজ্জা তোমার মনে..

লাল রক্ত আমার মনে...

সেই দেশ আমার মত বিবাগী...

আছে আরো ভালবাসা অন্তরে-প্রান্তরে..

রাস্তা ধারে তারাবাতী...আরো উড়ে ফানুস...

লীলাথেলায় মেতে উঠে আমার স্বদেশ..বিজয়ের ঐশ্বর্যে..।।

Written DATE-16-12-2011
২র পৌষ, ১৪১৮ বাংলা
20th Muharram, 1433 Hj
-----------------------
PB DATE- 19-12-2011
৫ই পৌষ, ১৪১৮ বাংলা
23rd Muharraham, 1433 H
j
© All Rights Reserved
প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON-Wordpress.com