DATE/TIME


me

Instagram

Instagram

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

শনিবার, ৫ জুন, ২০১০

নির্বাক সভ্যতা ~ DUMB CIVILIZATION

"
আমি নির্বাক হয়ে বসে আছি..
চোখের জল কখোন গড়িয়ে পড়লো
আমি বুঝিনি...;
আলোর রঙে আঁকা মেঘেদের রঙ
কখোন ফেঁকাশে হয়ে গেল
আমি বুঝিনি...

"
সব উড়ে গেল তুলার মতো
সভ্যতার নির্মম বেড়াজলে আটকা পরে
পাখি হয়ে গেল দিশেহারা..;
বিস্মিত ভূবনের সব একাকি হয়ে ফিরে
কেউ হয়ে গেছে সর্বহারা

"
কোথায় দাঁড়িয়ে আছি..
এক স্বত্বা মম ধারণ করে
ভুলে গিয়েছি...;
স্ববাক পৃথিবীর নির্বাক সভ্যতায়
তব কেন ফিরে আসি..


মোঃ রাযিব
Md. Razib
০৫-০৬-২০১০
২২শে জৈষ্ঠ্য, ১৪১৭ বাংলা



E-blog PB-05-06-2010
© All Rights Reserved
by mdrazib

বুধবার, ২ জুন, ২০১০

আজ আমি অবাক~Today I'm Surprised

"
পৃথিবীর স্ববাক মানুষ
আমি অবাক হই না আজ আগের মতো;
যখন কেউ হারিয়ে যায় জীবন থেকে
"
পাখির কলোতানে মুখোরিত এই পৃথিবী
আমি আগের মতো মুখোরিত হই না;

যখন কেউ গান শোনায় আমায়
"
ঝড়ের আঘাতে জর্জরীত এই পৃথিবী
আগের মতো ভীত নই আজ আমি;
যখন কোন লাশ থাকে আমার কাঁধে
"
আমি সব কিছুর জন্যই প্রাপ্য ছিলাম
ভালো-ভাবে বাঁচার আশায় ধ্বংস আজ আমার বাসভূমি;
আমি তথন'ও অবাক হইনি

"
যখন আমার মুখোমন্ডল দু'পাশের মারির জোরে
বের করে নিয়ে আসে এক ফালি হাসি;
আমি অবাক হই তখন
যখন ভাবতে শেখায় আমার অস্বতীত্ব আমি হাসতে জানি।।

মোঃ রাযিব


Md. Razib
২রা জুন, ২০১০/ 02-06-2010


E-blog PB-02-06-2010
© All Rights Reserved
by mdrazib