রবিবার, ১৪ আগস্ট, ২০১১
অমোঘ'অমরত্ব প্রেম
তুমি আমার চাওয়া..
তোমার অমোঘ নিয়তীর পালে এমন কেন হাওয়া।
এ কেমন চাওয়া..
সব চেয়ে সুন্দর..অমরত্ব তুমি..
শ্রাবণের শেষ আদর পাওয়া..।
অন্ধকারে এক আলোয়ানের আলোয়
দেখা তুমি....
স্পষ্ট ছিলনা মুখোষ,
তুমি সেই প্রেম;
তোমায় নিয়ে এলেম..।
ব্যাকরণ ভুলে যাওয়া এক স্বরলিপি,
তোমার গহীন অঞ্চলে ঝড়া পাতা..।
রাগ-বিরাগের এক স্বরবর্ণ,
বিরহের এক হালখাতা..।
ছোঁয়া যায় না তোমার পবিত্র আত্মা
এভাবে আমি কী তোমার যোগ্য..
হিংসার দানবরা মন খুড়ে চলে
তোমায় হারানোর ভয়ে..কেন আজ অসভ্য।।
১৪-০৮-২০১১ ইং
৩০শে শ্রাবণ, ১৪১৮ বাংলা
১৩ই রমজান, ১৪৩২ হিঃ
© mdrazib-2011
Published on-
KOBITANGON~"শূদ্ধতাঙ্গন"
শুক্রবার, ২২ জুলাই, ২০১১
অন্তর-ধারা
![]() |
ONTTOR-DHARA" |
"বৃষ্টি কথা বলো না..
স্বপ্নেরা আছে পাশপাশি,
ভালবাসা কতো ছিল বলা হলো না।।
কথা হচ্ছে কানে কানে,
কাশবনের অদূর দূরে শোনো শোনো..
শ্রাবণ বরীষণ..।।
আনন্দ'ধারা বাহিরে কারো কারো লাগি,
অশ্রু'ধারা ভিতরে ভিতরে ;
সে ছিল কারো আজ সে আমার হলো..।।
সদা সম্ভাবনায় থাকে পাশে;
সেই ধারা আপন মনে,
হৃদয় প্রসারী প্রেম..
ভরে লও মনের গহীন গহণে..।।
মোঃ রাযিব আকাশ
[অপ্রকাশীত থেকে নিবেদন]"
২৬-১০-২০০৮ ইং
Md Razib Akash
Written Date-26-10-2008
[From my Unpublished work]
©mdrazib-2011
Published on-
MD.RAZIB AKASH-er PROTHOMALO BLOG
মঙ্গলবার, ২১ জুন, ২০১১
তুমি কী আমার!
নিশীথ'স্বপণ শেষে যখন থাকে পাশাপাশি,
সোনালী আভায় যখন তুমি দেখো আমায় কাছাকাছি..
চিনতে তুমি পারোনা..।।
ভয়ানক ভালোবাসা পেতে ইচ্ছে হয় তোমার,
মন'বীনা বাঁজে না কোথাও আর..
জাগ্রত ধরনীর কুঞ্জবনে..
মোরা দু'টি পাখি গাহি গান অরণ্যে../
সে ভালবাসা উড়ে উড়ে বলে ..
তুমি কী আমার...
তুমি কী আমার..!!
শেষ বিকেলের গোধূলী আলোয়
যে কান্নার অশ্রূ তোমার ঝড়ে...
রক্ত ঝড়ে আমার হাতের মুঠিতে..;
কোনো ভুলে অগচরে..নয় কোনো অভীমানে
হৃদয়মঞ্জুরীতে সে ভালবাসা তোমার সুপ্ত প্রাণে..।।
যামিনী আসে হেথা হৃদয়ের কথোকতা
তব তোমার দু'টি আঁখিতে..
পলকে পলকে..
কভু চেনো নাই সদূরবিদারী এই আমাকে..।।
কেন তব
সেই ভালবাসা উড়ে উড়ে বলে..
তুমি কী আমার...
তুমি কী আমার..!!
মোঃ রাযিব
Written Date->19-06-2011
5th-ASAR-1418 Bengali
১৯-০৬-২০১১ ইং
৫-আষাঢ়-১৪১৮
PUBLISH ->21-06-2011
© All Rights Reserved-mdrazib/2011
শনিবার, ৪ জুন, ২০১১
রাজনন্দিনী~RAJNANDINI~
ঠান্ডা বাতাশ এসে ছুঁয়ে যায় তোমার চিঁবুকে,
সূর্যের আলো স্পষ্ট সে চোখে
সাগর তরঙ্গ ভাঙ্গে তোমার মাঝে ।।
ঢেউয়ের গানে মন সাড়া দেয়
বালিয়ারীর বুকে স্বপ্ন আঁকে সে,
ধূলায় হারানো স্বপ্ন কুঁড়িয়ে নিয়ে আসে
পঞ্চত্ত-অবধি ভালবাসা বাঁধে ।।
আজ বৃষ্টি ঝড়ুক তোমার মাঝারে, বিভক্ত পৃথিবী হয়ে যাক একাকার..।।
সেই রোদ্দুরে হাসি..রংধণু আঁকে, মনের ভিতর শূণ্য হাহাকার ।।
সব কলঙ্ক ছুঁয়ে দেখি..দেখি নীল পাহারের দুঃখ্য;কোনো শব্দ নেই..নেই কারো বলা কথা
স্বপ্নের চেয়ে সুন্দর হয়ে বৃষ্টি বেলায় ঝরে,
কেন তব এই স্বপ্ন আমায় ভাবায় ফিরে ফিরে..
ভাল আছে কী সেই রাজ'নন্দিনী, যে প্রাসাদ ঘরে থাকে..!
হৃদয় গহনে সুপ্ত আশা নতুন করে বাঁজে,
আনন্দের পাখিরা উড়ছে কোখাও ইচ্ছের ডানা মেলে ।
খুঁজছে যেন নতুন সাথি নতুন করে বাঁচার তরে
সবাই দেখে নতুন করে বৃস্টি ভেঁজা নয়নটাকে..//
"শিকল বাঁধা ওই ঘরে'তে কেউ কী খবর নেয়
ইচ্ছের ডানা যতই ঊড়ুক, মন যে বোঝা দায়,,
সে খবর যে কেউ নিবে না..বললি নিজের কথা..
স্বপ্নরা সব উড়লো যে আজ..বৃষ্টি ভেঁজা কথা..।।"
~ মোঃ রাযিব আকাশWritten Date-10-October-2010
২০শে জ্যৈষ্ঠ, ১৪১৮ বাংলা
০৩-০৬-২০১১ ইং
MD RAZIB AKASH
PB->20th Joistho 1418 bengali
PB->03 JUNE,2011
© mdrazib-2011
মঙ্গলবার, ২৪ মে, ২০১১
বৃষ্টি বেলায়~Bristy Belay
কৃষ্ণচূঁড়া দোলে বিষন্ন অবহেলায়..
বৃষ্টি তোমার জলের খেলায় ॥
অধরা মেঘ মধূর বৈশাখে..
তোমার ওই অঞ্চলে খেলা করে;
পাখা মেলে গহীণ অরণ্যে ॥
তব-
আসোনি আজি বৃষ্টি বেলায়;
মলিন ওই চোখ ভীজে কৃষ্ণচূঁড়া মাঝে ॥
ঈশাণে জমেছে মেঘ..
সব কাজ থেমে গেছে, থেমে গেছে বীণা;
ভীজেছে এই তনুর অস্পষ্ট আলোর রেখা ॥
বিদ্যূৎ ঝড়ে ওই কপলে-
বাণী তোমারি আজি শুণি;
রেখো না সে মন আর কোনো তটে
যা আছে তোমার প্রাণের ওপারে ॥
~মোঃ রাযিব আকাশ
২৩-০৫-২০১১ ইং
প্রকাশের তারিখ-২৪-০৫-২০১ ইং
Md. Razib Akash
Written Date-23-05-2011
Published Date-24-05-2011
Published On---
MD.RAZIB AKASH-er KOBITANGON~"শূদ্ধতাঙ্গন"
&
MD.RAZIB AKASH-er KOBITANGON~কবিতাঙ্গন
&
MD.RAZIB AKASH-er PROTHOMALO BLOG
&
facebook.com/mdrazib
শুক্রবার, ১ এপ্রিল, ২০১১
ভালবাসার-স্বাধীন দূর্নীতি

তাইতো তোমার দেশে এসে দেশটা করি কালো"
তুমি যতোই ভং ধরনা,ছাড়বোনা তোমার পিছু..।
"অফিস-কলেজ-বন-বাদারে তোমার চরণ অবাধ,
হাতখানা আজ শিকল বাঁধা আমার ঘরের কপাট"
তাই বলে কী ছাড়বো তোমায়, আজ মারবো তোমায় রুখে..।
"স্বাধীন তোমার চরণ ভূমি, ক্লান্ত তোমার প্রাণ,
স্বাধীন ভাবে কেউ বাঁচে না আমায় দিয়ে ত্রাণ"
আসবে সে যে সততা নিয়ে, পার পাবেনা তুমি..।
"মারবে আমায় বলি শোনো, আর কী করা যায়
তোমার দেশের সৎ আছে যে দাড় তাঁকে সবাই চায়"
আছে যে সে মা-য়ের ভ্রুণে, তৈরী থাকো তুমি,
বিনাস সে যে ঘটাবে যখন মরবে তখন তুমি..।
"তোমার যতই থাকুক আশা, বুকে থাকুক গভীর বাসা
লজ্জা-ঘৃণা কেউ ছোবেনা আমার গাঁয়ে ঘেশা"
ভালবাসার শিকল তোমায় পরাবো আমি আজ,
ভালবাসার-স্বাধীন দূর্নীতি ঘুঁচাবো আমি আজ..।
মোঃ রাযিব
০১-০৪-২০১১
১৮ চৈত্র, ১৪১৭ বাংলা
(৪:০৫ বিকেল)
=========
MD. RAZIB
01-04-2011
18th Choittro, 1417
(04:05pm)
প্রকাশিত হয়েছে-
PROTHOM ALO BLOG
&
SOMEWHEREINBLOG
সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১
প্রান্তরে একুশ
দিচ্ছে দ্বীপালি দ্বড়িয়ায়..দাঁড়ায়ে দেখছে দুটি আঁখি..।
আজন্ম থেকে জ্বলে উঠা সুর
শত প্রবঞ্চনা সয়ে এইতো বহুদূর,
প্রথম মন্ত্রে পাওয়া "অ"
দ্বিতীয় মন্ত্রে পাওয়া "ক"
এভাবেই বর্ণের কথামালা
রক্তাক্ত হয়ে ফিরে আসে
কোন ফালগুনের'বেলা ।।
অষ্ট মঞ্জুরী দেয় "এ"
কোকিল নিয়ে আসে "কু"
স্বাধীন বেলাভূমিতে পাওয়া "শ"
জীবন হারায়ে হয়ে যায় পৃথিবীতে "অমর"
জীবনের বিন্দু বিন্দু রক্তাক্ত হয়ে আসে "একুশ"..
দুইয়ে মিলে খুঁজে পাওয়া আমার "অমর একুশ" ।।
পোহালো রাতি মোর
ভাষার টানে মন-মৃগ ছুটে;
ধূলি-কণা উড়ায় সাঁঝের'বাতাসে,
বুঝি'না কেন আজো,ভাষারে করিনা আপণ..!
পর'ভাষা মনের কথা সাথে কয় ত্রাসে।
বিধাতার বিধানে মা'য়ের ভাষা
মনের গহীণে রইল জমা
বিশ্ব পারাপারে চাই নিজে ক্ষমা,
আছে কী তার কোন সীমা..!!
শব্দতটে বেড়াই ঘুড়ে, শহীদের আত্মা কেঁদে ফিরে
"মা" ডাকটি তাকে বুকে নিয়ে
অহিংসতা এনে মনে, ভাষাকে গড়ি বিশ্বদরবাড়ে ।।
মোঃ রাযিব
২০শে ফেব্রুয়ারী-২০১১ ইং
৮ ফাল্গুন, ১৪১৭ বাংলা
MD. RAZIB AKASH
20-02-2011
© mdrazib/2011
ALL RIGHTS RESERVED
প্রকাশিত হয়েছে-
RAZIB-AKASH-erKOBITANGON~কবিতাঙ্গন'WORDPRESS.com
শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১
রক্তে ভেজা-Rokttey Veja~
মঙ্গল'ও আছে ওই তড়বারীতে
যা উঠে মস্তকে রাজাকারের,
বিজয়ের পদ্বধ্বনি শোনা অশ্বক্ষুর
বাঁকে বাঁকে ধায় জীবনের ।।
বিজয় সংগ্রাম শেষ নয়
তব
সংগ্রাম শুরু দেশ গড়ার ।
মহস্হানগড়, কত শীলালিপি
আর্তূনাদ আজও বুকের ভেতর
বধ্যভূমির, চোরাবালির
মুক্ত যে নয় তোমার দোশর ।।
মানবাত্মাকে জাতায় পিষে
চলেছি রঞ্জিত মুখোশ পড়ে,
সমুদ্রের চোয়ালে গ্রেণেড মেরে,
শান্তি আনার অপচেষ্টা করে ।।
মাথানত আজ তোমার তরে
একুশ যেন দাঁড়িয়ে থাকে
সবুজ শ্যামল বাংলা আমার
রক্তে ভেজা বুকের মাঝে ।।
মোঃ রাযিব
০৬-০২-২০১১ ইং
২৩ মাঘ, ১৪১৭
MD RAZIB
06-02-2011
23rd MAGH, 1417 Bengali
© mdrazib/2011-ALL RIGHTS RESERVED
প্রকাশিত হয়েছে-
প্রথম আলো ব্লগ
বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০
সেই এল’এম’জি

গর্জনে তার আকাশ কাঁপে
বাতাশ ছুটে এদিক-সেদিক,
হুংকারে সে শত্রূ কাঁপায়
পথ হারায় কেউ দিক-বেদিক।।
সেই এল'এম'জি হারিয়ে গেছে
স্বপ্নটাকে পূরণ করে
আবার হাতে চাই যে তাকে
পরাণ প্রিয় বুকের মাঝে।।
তুমি যখন ছিলে কাধেঁ
শত্রূরা সব পালায় দৌঁড়ে,
তোমার ভয়ে রক্ত ঝরায়
প্রাণের মাঝে আকাশ মাতে।।
জন্মভূমি আমার প্রিয়
বাংলা আমার মা,
তোমার প্রাণে বাঁজায় বাঁশী
দোয়েল পাখির রা..আ...।।
শিমুল তূলার বালিশ আমার
রক্তে ভেজা চোখ,
সবাই যে তাই ভূলে গেছে
আমার প্রাণের শোক।।
স্বাধীনতা এনে দিয়ে
জমা হলে সেই যে কবে,
শত্রূ যে তাই বেঁচে আছে।।
আবার হাতে চাই যে তোমায়
ঝড়ণাধারে-বাঁশ-বাগানে,
শত্রূ সেথা চেয়ে আছে
গুড়িয়ে দিবো আজ তাকে।।
স্বাধীনতা নিয়ে আবার
ফিরবো আমি মায়ের কাছে,
বাংলা আমায় ডাকছে বুঝি
আসছি আমি তারই কাছে।।
মোঃ রাযিব
১৫-১২-২০১০ ইং
১লা পৌষ, ১৪১৭ বাংলা
ALL RIGHTS RESERVED © 2010
বুধবার, ১৭ নভেম্বর, ২০১০
♣ঈদ-উল-আযহা~Eid-Ul-Azha-2010♣
ঈদের সকাল আসছে ওই
শিউলি ফুল ঝড়িয়ে সাদা-কমলার চাঁদরে..।
ঈদের সকাল সবার ঘরে..
নতুন আশার আলো নিয়ে...
ভাল থাকুন যেখানেই আছুন...
ভালবাসার চাঁদরে..।।
===============
RAN © mdrazib
3rd Ograhayon, 1417 BD ৩রা অগ্রহায়ণ,১৪১৭ 10th Jikhajj, 1431 Hj 17-11-2010