I have lost myself to myself, it seems,
In an unknown crowd, even familiar paths are nameless today.
A shadow seeks its shadow's address,
In the light, I am darkness today.
I have broken bonds, the door of memories too,
Yet why this emptiness still?
I search for myself again and again,
In that unseen mirror, everything is hazy.
I have lost my laughter, lost my song,
Lost that familiar face.
Only a silent sign remains,
The clamor of breath, the heart's demand.
With every step, a shadow follows,
An illusory pain, a secret agony.
The familiar city feels alien, I am not even in myself.
Like standing alone in a vast field, aimless.
Time has snatched away my very being,
Fearing the future, I don't even seek the present.
As if I am bound in an invisible net,
No escape, only deeper silence.
The light of day fades within me,
The darkness of night seems to be my only refuge.
I don't know where to go, which way to turn,
Only in this getting lost lies a new dawn.
Like a lost melody, a suppressed cry floats,
This solitary protest in search of existence.
Yet what do I seek, who is this 'I'?
The 'I' that is not even with myself.
Is it because I am lost that I find new ground?
Or is my decay in this very loss?
The hope of reaching a new horizon,
Or a premonition of an endless journey?
This intense longing to find myself,
Or just another name for losing myself?
Is there liberation on this unknown path?
Or will my existence merge into darkness?
Drowning in a flood of questions,
In a life without answers, I touch myself.
Is a new being born at the end of this destruction?
Or just emptiness, in this eternal disbelief?
My inner skeleton is bare today, exposed,
Life recoils, finds no reason.
In every beat, a melancholy tune plays,
As if I am not in myself, far, far away.
The fountain of light is very dim today,
I surrender myself to the abyss of darkness.
Is this inherent emptiness merely a loss?
Or does it hold the beckoning of rebirth?
Is there not a single ray of light in this despair?
Or is losing myself the end, in the waters of this universe?
On this unknown journey, I am endlessly alone,
With every breath, I feel a new sighting.
I have lost what was mine, found an infinite possibility,
In this getting lost lies my new unfolding.
The former me is now just a faded memory,
The present me is a blurred canvas.
What then is the future? A sign of light,
Or an unfathomable abyss where everything dissolves?
Seeking the answer to this unknown question,
Is rebuilding myself in the midst of losing myself.
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
*আমি নিজেকে দিয়ে হারিয়েছি আমাকে*
হারিয়েছি আমি আমাকেই যেন,
এক অচেনা ভিড়ে, চেনা পথও আজ বেনামী।
ছায়া খুঁজে ফেরে ছায়ার ঠিকানা,
আলোতেও আজ আঁধার আমি।
ভেঙেছি বাঁধন, স্মৃতিরও দোর,
তবু কেন এই শূন্যতা আজও?
নিজেকেই খুঁজে ফিরি বারবার,
অদেখা সে আয়নায়, ধোঁয়াশা সব।
হারিয়েছি হাসি, হারিয়েছি গান,
হারিয়েছি সেই চেনা মুখচ্ছবি।
বাকি শুধু এক নির্বাক নিশান,
নিঃশ্বাসের কোলাহল, হৃদয়ের দাবী।
প্রতিটি পদক্ষেপে ছায়া হয়ে ফেরে,
এক অলীক যন্ত্রণা, এক গোপন জ্বালা।
চেনা শহর অচেনা লাগে, নিজের মাঝেও নেই।
যেন এক বিশাল প্রান্তরে একা দাঁড়িয়ে, দিশাহীন।
কেড়ে নিয়েছে সময় আমার আপন সত্তা,
ভবিষ্যতের ভয়ে আমি বর্তমানও খুঁজি না।
যেন এক অদৃশ্য জালে আমি বাঁধা,
মুক্তি নেই, কেবলই গভীরতর নিস্তব্ধতা।
দিনের আলো নিভে যায় আমার ভেতরে,
রাতের আঁধারই যেন আমার একমাত্র আশ্রয়।
কোথায় যাব জানি না, কোন দিকে মোড়,
শুধু এই হারিয়ে যাওয়াতেই নতুন এক ভোর।
হারানো সুরের মতো ভেসে আসে চাপা আর্তনাদ,
অস্তিত্বের খোঁজে এই একাকী প্রতিবাদ।
তবুও কি খুঁজি, এ কোন আমি?
যে আমি নিজেই নিজের কাছে নেই।
হারিয়েছি বলেই কি পাই নতুন ভূমি?
নাকি এই হারানোতেই আমার ক্ষয়?
এক নতুন দিগন্তে পৌঁছানোর আশা,
নাকি এক অন্তহীন পথচলার পূর্বাভাস?
নিজেকে খুঁজে পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা,
নাকি নিজেকে হারানোরই এক অন্য নাম?
এই অজানা পথেই কি আছে মুক্তি?
নাকি অন্ধকারেই মিশে যাবে আমার অস্তিত্ব?
প্রশ্নের ভিড়ে ডুবতে ডুবতে,
উত্তরহীন এক জীবনে আমি নিজেকেই ছুঁই।
এক নতুন সত্তার জন্ম কি এই বিনাশের শেষে?
নাকি শুধুই শূন্যতা, এই অনন্ত অবিশ্বাসে?
আমার ভেতরের কঙ্কাল আজ নগ্ন, উন্মুক্ত,
আঁতকে ওঠে প্রাণ, খুঁজে পায় না কোনো যুক্ত।
প্রতিটি স্পন্দনে বাজে বিষাদের করুণ সুর,
যেন আমি নেই আমাতে, বহু বহু দূর।
আলোর ফোয়ারা আজ বড়ই ম্রিয়মাণ,
অন্ধকারের গহ্বরে নিজেকেই করি দান।
এই অন্তর্লীন শূন্যতা কি শুধুই হারানো?
নাকি এর মাঝেই আছে পুনর্জন্মের হাতছানি?
এক বিন্দু আলোও কি নেই এই নিরাশার তলে?
নাকি নিজেকে হারানোই শেষ, এই মহাবিশ্বের জলে?
এই অজানা যাত্রাপথে আমি নিরন্তর একা,
প্রতিটি শ্বাস প্রশ্বাসে অনুভব করি এক নতুন দেখা।
হারিয়েছি যা ছিল আমার, পেয়েছি এক অনন্ত সম্ভাবনা,
এই হারিয়ে যাওয়াতেই লুকিয়ে আছে আমার নব উন্মোচনা।
প্রাক্তন আমি আজ শুধু এক ম্লান স্মৃতি,
বর্তমান আমি এক অস্পষ্ট ক্যানভাস।
ভবিষ্যৎ তবে কি? এক আলোর ইশারা,
নাকি এক অতল গহ্বর যেখানে সব বিলীন?
এই অজানা প্রশ্নের উত্তর খোঁজা,
নিজেকে হারানোর মাঝেই নিজেকে পুনরায় গড়া।
©mdrazib-05/2025