Wet asphalt road, the sky covered in clouds,
Rain falls incessantly, soaking a melancholic mind.
The city sleeps silently beneath umbrellas,
I walk alone, getting drenched, lost in thought.
The sound of car tires, the gentle rhythm of the rain,
The sweet scent of wet earth floats in the distant air.
Neon lights glow, their reflections in the water,
Like a painted picture, a lonely wanderer.
Even the street dogs seek shelter,
Only I, without refuge, walk on slowly.
Sorrows wash away, drenched in the rainwater,
New dreams arrive, washing away all weariness.
Suddenly, from somewhere, a song drifts,
From a window, a poignant melody plays.
I stop, listening to that tune,
It feels as if everything is so familiar, yet so far.
On the rain-drenched road, a new me,
As if walking, searching for life's precious worth.
Like a raindrop, I merge with everyone,
In the rhythm of the rain, all accounts seem to balance.
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
"বৃষ্টিতে একদিন রাস্তায়"
ভেজা পিচঢালা পথ, মেঘে ঢাকা আকাশ,
বৃষ্টি ঝরে অবিরাম, ভেজে মন উদাস।
ছাতার আড়ালে শহর ঘুমায় নির্জনে,
আমি একা হেঁটে চলি, ভিজে ভিজে আনমনে।
গাড়ির চাকার শব্দ, বৃষ্টির রিনিঝিনি সুর,
হাওয়ায় ভাসে ভেজা মাটির মিষ্টি সুবাস দূর।
নিয়নের আলো জ্বলে, জলে তার প্রতিচ্ছবি,
যেন আঁকা কোনো ছবি, একাকী ভবঘুরি।
পথের কুকুরগুলোও আশ্রয় খুঁজে ফেরে,
নিরাশ্রয় আমি শুধু হেঁটে চলি ধীরে ধীরে।
কষ্টগুলো ধুয়ে যায়, বৃষ্টির জলে ভিজে,
নতুন স্বপ্নেরা আসে, সব ক্লান্তি মুছে।
হঠাৎ কোত্থেকে যেন ভেসে আসে গান,
কোনো এক জানালায়, বেজে ওঠে করুণ তান।
থমকে দাঁড়াই আমি, শুনি সেই সুর,
মনে হয় যেন সবই, খুব চেনা, খুব দূর।
বৃষ্টি ভেজা রাস্তায়, এক নতুন আমি,
হাঁটতে হাঁটতে যেন, খুঁজে ফিরি জীবনের দামি।
এক ফোঁটা বৃষ্টি হয়ে মিশে যাই সবার মাঝে,
বৃষ্টির ছন্দে যেন, সব হিসেব মিলাতে বাজে।
©mdrazib-05/2025