DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

শুক্রবার, ১৬ মে, ২০২৫

Full Moon and My Rose (পূর্ণ চাঁদ এবং আমার গোলাপ)

The full moon rises,

Soft and bright,

A pearl adrift in velvet night.

Its silver touch,

So cool,

So free,

Yet whispers warmth,

Like love to me.


Beside the bloom,

So bold,

So red,

My rose stands tall,

Its petals spread.

The moonlight kisses,

Gentle, true, A dance of gold and crimson hue.


The wind hums low,

The stars lean near,

A tale of love they long to hear.

The moon,

My rose,

In tender glow,

A dream I hold,

A love I know.

*-*-**-*-**-*-**-*-**-*-**-*-*

পূর্ণ চাঁদ ওঠে,

মৃদু এবং উজ্জ্বল,

একটি মুক্তা ভেলভেট রাতের মধ্যে ভাসমান।

এর রূপালী স্পর্শ,

এত শীতল,

এত স্বাধীন,

তবুও উষ্ণতা ফিসফিস করে,

যেমন প্রেম আমার জন্য।


ফুলের পাশাপাশি,

এত সাহসী,

এত লাল,

আমার গোলাপ দাঁড়িয়ে আছে,

এর পাপড়ি ছড়িয়ে আছে।

চাঁদের আলো চুম্বন করে,

নরম, সত্য,সোনালী এবং রক্তিম ছায়ায় একটি নৃত্য।


হাওয়া মৃদু গায়,

তারাগুলি কাছে ঝুঁকে পড়ে,

একটি প্রেমের গল্প তারা শুনতে চায়।

চাঁদ,আমার গোলাপ,নরম আলোতে,

একটি স্বপ্ন আমি ধারণ করি,

একটি প্রেম যা আমি জানি।


বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

Dreams Untold-Full Moon (অজানা স্বপ্ন- পূর্ণ চাঁদ)

Silver whispers touch the sky,

A lantern hung in velvet high.

Softly weaving dreams untold,

A tale of light, serene and bold.


It hums above the sleeping sea,

Guiding waves in harmony.

Lonely wanderers stop to stare,

Their hearts entranced by moonlit air.


Tonight it shines,

it speaks,

it sings,

A quiet tune with golden strings.

We stand beneath its glowing art,

The full moon’s magic in our heart.

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

 রূপালী ফিসফিসে আকাশকে ছোঁয়,

একটি বাতি বেড়ার মধ্যে ঝুলছে উচ্চে।

নরমভাবে অজানা স্বপ্নগুলো বুনছে,

একটি আলোর গল্প, শান্ত ও আত্মবিশ্বাসী।

 

এটি ঘুমন্ত সমুদ্রের উপরে গুনগুন করছে,

লহর-গুলিকে সুরের সঙ্গে পরিচালনা করছে।

একাকী যাত্রী থামে, ও তাকিয়ে থাকে,

তাদের হৃদয় চাঁদের আলোয় মুগ্ধ।

 

আজ রাতে এটি উজ্জ্বল হয়,

এটি কথা বলে,

এটি গান গায়,

সোনালী তন্তুর সাথে একটি নীরব-শান্ত সুর।

আমরা এর দীপ্তিশীল শিল্পের নিচে দাঁড়িয়ে আছি,

সম্পূর্ণ চাঁদের জাদু আমাদের হৃদয়ে।

RAN©mdrazib-05/2025


বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

Moon In The Deep Forest গহিন অরণ্যে চন্দ্রমা

Moon in the deep forest

The moon peeks through this city,

The fair of stars sits at the edge of the path;

The gentle wind kisses the deep forest.

এই শহরে চাঁদ উঁকি মারে,

তারার মেলা বসে পথের প্রান্তে;

চুমু দিয়ে যায় আলতো বাতাস গহিন অরণ্যে।।



শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

জীবনের শেষ প্রান্তে

আকাশের চাঁদোয়ায় আলোকিত ধরনীর পূন‍্যতা

ইবাদত রত প্রাণী কূল,

অধরা মেঘের নেই আনাগোনা

নিরিবিলি প্রকৃতির নিয়ম মেনে চলতে

এই রাত্রি প্রহর।


সব ভাবনা গুলো একিভূত হয় তোমার আশ্রয়ে,

সংকিত মন পাবে কি প্রশ্রয় তোমার দ্বারে!

কুঞ্জ কাননে আরতির হাত তুলে স্বরণে তোমার,

শান্তি আনয়ন কর অস্থির মনের আলোয়

ঝিরিঝিরি বাতাস বয়ে যায় জানালার চারিপাশে

আলোয়ান জ্বালিয়ে দাও জীবনের শেষ প্রান্তে|

২৮-মে-২০১৮ ইং

RAN © 2018-mdrazib



সোমবার, ২৮ মার্চ, ২০২২

নতুন তুমি

জানি না তোমার নাম কী ছিল..

নব সভ্যতা শেখায় বাণী..

এসএলআর বলে নতুন কথা–; তোমাদের কথা..

নতুন ভাষা…নতুন পরিবর্তন..নতুন বাতাসের অনুভূতি..।

নতুন আলো দেখে তোমায় নতুন করে..।।

22-May-2014

০৮-জৈষ্ঠ্য-১৪২১ বাংলা

© 2014-mdrazib



[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

# Always ask for my permission before using any of my POEM AND FROM other blog’s poem.

নতুন তুমি

রবিবার, ২৭ মার্চ, ২০২২

ফসিল

পিঁপড়ে বোমার উপর হেটে চলে;

বুম করে বোমা ফাটে,

উড়ে এসে পরে জলেতে;

সাঁতার কেটে ক্লান্ত প্রাণ,

সবিশেষ ভেসে থাকে ফসিল!

RAN © 2019-mdrazib



[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

শনিবার, ২৬ মার্চ, ২০২২

ফিরে দেখা আবার

১৯৯৬- থেকে শুরু বন্ধু শব্দ

শুরু হয় পথ চলা

উচুঁ আর নিচু পাহাড় বেয়ে

১০টাকা পকেটে নিয়ে সারা দিন কাটে

এই শহরে

প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দুরে

মাঝে ২টা বছর দুরে থাকা

নতুন বন্ধুর আনাগোনা

কিছু হারায় কিছু থাকে

যেন জোয়ার ভাটা

বেচেঁ থাকার অন্তরাল জীবন চলে

খুব মনে পড়ে , তোদের মনে পড়ে

ছিল ১ যুগের পরিচয় এমন বন্ধু কেউ

চলে গেছে অনেকে না ফেরার দেশে

হয় না দেখা অনেক বছর

আছে নিজের আমিত্তের মাঝে

চলছে এভাবেই

আমার আমির মাঝে বন্ধু থেকে যায়

সম্পর্ক থেকে যায় যার যার মাঝে

ফিরে ফিরে আবার আসে।।

(উৎসর্গ সব বন্ধুদের প্রতি)

RAN © 2016-mdrazib



১৯-অগ্রহায়ণ-১৪২৩-বাংলা

২রা-রবিউল আউয়াল-১৪৩৮ হি:

ফিরে দেখা আবার

শ্রাবণ’ বন্ধন

বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক বন্ধন

আকাশে উঠে উতলা ক্রন্দন,

চারিপাশ ছিন্ন কয়লা পোড়ায় –নেই চন্দন॥

তব ঘ্রাণে নেই আর মায়াবী মানবতা

অধম নেই আর প্রাণের নিরবতায়।

অধরা শ্রাবণে বজ্রের হুংকার ধরনীতে লাগে

তব উর্বতায় আনন্দে ভাসে,

অলেখা হারায় শাওন প্রাতে অন্তরীনের কাছে॥

RAN © 2016-mdrazib

-মোঃ রাযিব

১৪ই ভাদ্র, ১৪২৩ বাংলা

29/08/2016 BC

শ্রাবণ’ বন্ধন

রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

একদিন রাতে

এমনি একদিন হিম শীতল রাতে তোমার উপস্থিতি
রং এর প্রাসাদ ছেড়ে অরন‍্যে ঘোরাঘুরি,
রাস্তার পাশের দোকানে গরম রঙ চা পান করে
হাতে জলন্ত সিগারেটের ধোঁয়ায় বয়সটা উড়ে গেছে!

আজো ভুলতে পারিনি প্রথম ছিলে না কি দ্বিতীয়,
এ জীবন ধন্য যদি না হতো তোমায় পেয়ে
সারা রাত জেগে সেই সব দিনগুলি।।
কোথায় আছিস?
জানি আমার মতো সংসারে তোর বসবাস,
হঠাৎ করে আর হয় না দেখা চোখের পাতায়
হবে কী আবার সেই রাতের মতোন দিনগুলি!
শুকনো ঠোঁটে আবারো হাসি দিয়ে
এই নিশির ঝরা রাতে,
তোর দড়জায় কড়া নেড়ে
বলবো “কীরে জেগে আছিস!!”

RAN©mdrazib-18

22-Dec-2018

৮ই-পৌস-১৪২৫ বাংলা

[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

ঘুম শেষে

জলন্ত নিশির ঝরা পাতার প্রকাশনা
খেজুরের রসের সাথে থাকবো দুজন দুজনাতে!
ঐচ্ছিক ছুটির বিন‍্যাসে ফিরবো মোরা হৃদয়েতে।
ছলাৎ ছলাৎ বুকের উপর নদীর ছবি দেখি,
কুয়াশা ঢাকা মহানগরে ফাঁকা মাঠে সেকী !
সাদা আলোয় ভাসে রাতের নগরি,
মনের মানুষ খুঁজে বেড়ায় সাদা মনের পরী।
–পায়না খুঁজে সুখের নগরি আমার
কাঁদায় সে আর হাসায়;

ঘুম শেষে এই স্বপ্ন ভাঙ্গে একদিন হিম শীতল ভোরে,
পাশে খুকুমণি ঘুমায় মোর হাতে’পর মাথা দিয়ে।


RAN©mdrazib-18

25-Dec-2018

১০ই-পৌস-১৪২৫ বাংলা