DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

জীবনের শেষ প্রান্তে

আকাশের চাঁদোয়ায় আলোকিত ধরনীর পূন‍্যতা

ইবাদত রত প্রাণী কূল,

অধরা মেঘের নেই আনাগোনা

নিরিবিলি প্রকৃতির নিয়ম মেনে চলতে

এই রাত্রি প্রহর।


সব ভাবনা গুলো একিভূত হয় তোমার আশ্রয়ে,

সংকিত মন পাবে কি প্রশ্রয় তোমার দ্বারে!

কুঞ্জ কাননে আরতির হাত তুলে স্বরণে তোমার,

শান্তি আনয়ন কর অস্থির মনের আলোয়

ঝিরিঝিরি বাতাস বয়ে যায় জানালার চারিপাশে

আলোয়ান জ্বালিয়ে দাও জীবনের শেষ প্রান্তে|

২৮-মে-২০১৮ ইং

RAN © 2018-mdrazib