DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

শনিবার, ২৬ মার্চ, ২০২২

ফিরে দেখা আবার

১৯৯৬- থেকে শুরু বন্ধু শব্দ

শুরু হয় পথ চলা

উচুঁ আর নিচু পাহাড় বেয়ে

১০টাকা পকেটে নিয়ে সারা দিন কাটে

এই শহরে

প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দুরে

মাঝে ২টা বছর দুরে থাকা

নতুন বন্ধুর আনাগোনা

কিছু হারায় কিছু থাকে

যেন জোয়ার ভাটা

বেচেঁ থাকার অন্তরাল জীবন চলে

খুব মনে পড়ে , তোদের মনে পড়ে

ছিল ১ যুগের পরিচয় এমন বন্ধু কেউ

চলে গেছে অনেকে না ফেরার দেশে

হয় না দেখা অনেক বছর

আছে নিজের আমিত্তের মাঝে

চলছে এভাবেই

আমার আমির মাঝে বন্ধু থেকে যায়

সম্পর্ক থেকে যায় যার যার মাঝে

ফিরে ফিরে আবার আসে।।

(উৎসর্গ সব বন্ধুদের প্রতি)

RAN © 2016-mdrazib



১৯-অগ্রহায়ণ-১৪২৩-বাংলা

২রা-রবিউল আউয়াল-১৪৩৮ হি:

ফিরে দেখা আবার