পিঁপড়ে বোমার উপর হেটে চলে;
বুম করে বোমা ফাটে,
উড়ে এসে পরে জলেতে;
সাঁতার কেটে ক্লান্ত প্রাণ,
সবিশেষ ভেসে থাকে ফসিল!
RAN © 2019-mdrazib
[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]
পিঁপড়ে বোমার উপর হেটে চলে;
বুম করে বোমা ফাটে,
উড়ে এসে পরে জলেতে;
সাঁতার কেটে ক্লান্ত প্রাণ,
সবিশেষ ভেসে থাকে ফসিল!
RAN © 2019-mdrazib
[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]
১৯৯৬- থেকে শুরু বন্ধু শব্দ
শুরু হয় পথ চলা
উচুঁ আর নিচু পাহাড় বেয়ে
১০টাকা পকেটে নিয়ে সারা দিন কাটে
এই শহরে
প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দুরে
মাঝে ২টা বছর দুরে থাকা
নতুন বন্ধুর আনাগোনা
কিছু হারায় কিছু থাকে
যেন জোয়ার ভাটা
বেচেঁ থাকার অন্তরাল জীবন চলে
খুব মনে পড়ে , তোদের মনে পড়ে
ছিল ১ যুগের পরিচয় এমন বন্ধু কেউ
চলে গেছে অনেকে না ফেরার দেশে
হয় না দেখা অনেক বছর
আছে নিজের আমিত্তের মাঝে
চলছে এভাবেই
আমার আমির মাঝে বন্ধু থেকে যায়
সম্পর্ক থেকে যায় যার যার মাঝে
ফিরে ফিরে আবার আসে।।
(উৎসর্গ সব বন্ধুদের প্রতি)
RAN © 2016-mdrazib
১৯-অগ্রহায়ণ-১৪২৩-বাংলা
২রা-রবিউল আউয়াল-১৪৩৮ হি:
বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক বন্ধন
আকাশে উঠে উতলা ক্রন্দন,
চারিপাশ ছিন্ন কয়লা পোড়ায় –নেই চন্দন॥
তব ঘ্রাণে নেই আর মায়াবী মানবতা
অধম নেই আর প্রাণের নিরবতায়।
অধরা শ্রাবণে বজ্রের হুংকার ধরনীতে লাগে
তব উর্বতায় আনন্দে ভাসে,
অলেখা হারায় শাওন প্রাতে অন্তরীনের কাছে॥
RAN © 2016-mdrazib
-মোঃ রাযিব
১৪ই ভাদ্র, ১৪২৩ বাংলা
29/08/2016 BC
আজো ভুলতে পারিনি প্রথম ছিলে না কি দ্বিতীয়,
কোথায় আছিস?
শুকনো ঠোঁটে আবারো হাসি দিয়ে
ভাবুক জোৎস্ণা ~
আমি কত স্বার্থপর..যে ভালবাসে না তোমাকে..;
আজ কবিতাই যেন পড়তে চায় মন,
যে কবিতা পড়েনি কোন কালে..!!"♥
Going back to some of the more
Thinker fullmoon ~
How selfish is that I do not love you..;
Today he wants to read the mind of poetry,
The poems were which aired..!!♥
© mdrazib-2012