DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০

সেই এল’এম’জি


গর্জনে তার আকাশ কাঁপে
বাতাশ ছুটে এদিক-সেদিক,
হুংকারে সে শত্রূ কাঁপায়
পথ হারায় কেউ দিক-বেদিক।।

সেই এল'এম'জি হারিয়ে গেছে

স্বপ্নটাকে পূরণ করে

আবার হাতে চাই যে তাকে
পরাণ প্রিয় বুকের মাঝে।।


তুমি যখন ছিলে কাধেঁ
শত্রূরা সব পালায় দৌঁড়ে,
তোমার ভয়ে রক্ত ঝরায়
প্রাণের মাঝে আকাশ মাতে।।

জন্মভূমি আমার প্রিয়
বাংলা আমার মা,
তোমার প্রাণে বাঁজায় বাঁশী
দোয়েল পাখির রা..আ...
।।

শিমুল তূলার বালিশ আমার
রক্তে ভেজা চোখ,
সবাই যে তাই ভূলে গেছে
আমার প্রাণের শোক।।

স্বাধীনতা এনে দিয়ে
জমা হলে সেই যে কবে,
গর্জে উঠার স্বপ্ন আমার
শত্রূ যে তাই বেঁচে আছে।।

আবার হাতে চাই যে তোমায়
ঝড়ণাধারে-বাঁশ-বাগানে,
শত্রূ সেথা চেয়ে আছে
গুড়িয়ে দিবো আজ তাকে।।

স্বাধীনতা নিয়ে আবার
ফিরবো আমি মায়ের কাছে,
বাংলা আমায় ডাকছে বুঝি
আসছি আমি তারই কাছে।।

মোঃ রাযিব
১৫-১২-২০১০ ইং
১লা পৌষ, ১৪১৭ বাংলা

ALL RIGHTS RESERVED
© 2010

বুধবার, ১৭ নভেম্বর, ২০১০

♣ঈদ-উল-আযহা~Eid-Ul-Azha-2010♣

রাতের চোখে ঘুম নেই..
ঈদের সকাল আসছে ওই
শিউলি ফুল ঝড়িয়ে সাদা-কমলার চাঁদরে..


ঈদের সকাল সবার ঘরে..
নতুন আশার আলো নিয়ে...
ভাল থাকুন যেখানেই আছুন...
ভালবাসার চাঁদরে..
।।
===============
There is no sleep in the eyes of the night..
Eid morning is coming
With the white-orange moon, blooming with Shiuli flowers.

Eid morning is in everyone's home..
With the light of new hope...
Be well wherever you are...
In the moon of love..

RAN © mdrazib
3rd Ograhayon, 1417 BD ৩রা অগ্রহায়ণ,১৪১৭ 10th Jikhajj, 1431 Hj 17-11-2010

রবিবার, ৩ অক্টোবর, ২০১০

শরৎ-রানী- Autumn Queen

শিউলি'তলায় ভোর হয়েছে পবিত্র এই ধরায়
দোয়েল পাখির গানের সুরে ব্যস্ত জীবন ছড়ায়

সর্বনাম, অব্যয়, ক্রিয়া-এক হয়ে মিশে যাচ্ছে তপ্ত দুপুর বেলায়...
সন্ধি-বিচ্ছেদ কী ঘটাবে,
শুভ্রতায় শরৎ'রানী কাশবনের'ছায়ায়..!!

আশ্বিনের'শেষে গোধূলী রাঙা সাঁঝের'আকাশে,
প্রতীক্ষায় নিশীরাত জোনক'জ্বলা
প্রাতে ।।

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Dawn has broken at the foot of the Shiuli. 

In this sacred place, busy life spreads to the tune of the song of the Doel bird.

Pronouns, prepositions, verbs - merging into one on a hot afternoon...

What will the breakup of the treaty bring about?

In the shade of the white autumn queen, the cashew tree..!!

At the end of Ashwin, the twilight-colored evening sky,

The night is waiting for the fire to burn in the morning.

mdrazib © All Rights Reserved

18th Asshin 1417 Bangla
03 Oct' 2010

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০১০

ঈদ-উল-ফিতর' ২০১০-Eid Ul-Fitr'2010


~সব মতোভেদ যাক না সরে...
এসো সবাই হৃদয় নীড়ে,

শত্রু যে-জন কাছে
আসে..
হাতটি বাড়াই বন্ধু হয়ে ।


বন্ধু হয়ে বুকে জড়াই...

সব ব্যবধান ভুলে গিয়ে..;

ভালবাসার কেতন উড়াই
নীল -সাদা ওই মেঘাকাশে।

সাম্য ও প্রীতি বন্ধণে
থাকবো মোরা অঙ্গণে
স্বর্ণালী এই ঈদের দিনে
শান্তি-সুখের প্রাঙ্গণে~।।


মো্: রাযিব

১০-০৯-২০১০
10-09-2010
© 2010-mdrazib
All Rights Reserved.

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০১০

শাব্দিক ভালবাসা-২০১০/Sound Love-2010

শাব্দিক ভালবাসা তোমার তরে
রয়েছো তুমি স্বদা সবার কাছে,
প্রাণের মাঝে তুমি থাকো নিরবোধি
চাদেঁর হাসিতে আমি অপেক্ষায় অবধি।।

মরুপ্রান্তরে সেই পথ চলা রোদে
আমি খুঁজে পাই সেথায় তোমার সূরভী।

কষ্ট সয়ে গেছো কত শতাব্দী ধরে
আলোর রেখায় পথ দেখিয়ে,
আমি স্বদা পাই যেন সেই অনুভূতী
জীবন খেয়ায় রাঙিয়ে দিলে রঙের মাতামাতি।।

তোমার ছায়ায় ঘুম হয়নি বহুকাল যেন ধরে
এবার আমায় নাও'গো টেনে মাটির আরো কাছে ।

মো: রাযিব
০৫-০৯-২০১০
05-09-2010

PB-© 2010/mdrazib
ALL Rights Reserved

বুধবার, ১১ আগস্ট, ২০১০

চাঁদর-Chador

তোমার কাছে ভালবাসা চেয়ে থাকে সব
তোমার ইচ্ছে হয় যা..
সুখি কর দিয়ে আমায়,
তোমার কাছে আছে যা ।।

তোমার আসার আহ্বানে..
সব জাতি জেগে রয়,
তোমার চাঁদরে দাঁড়ায়ে মানুষ কেঁদে যায় ।।

যিনি এসেছিলেন মানবের তরে..
উনি জাগ্রত সারা জাহান জুড়ে ।।

থাকো রাতের মতো ..শান্তি আহ্বানে,
আমি আছি তোমার প্রেমের চাঁদরে ।।

মোঃ রাযিব আকাশ
২৭শে শ্রাবণ, ১৪১৭
১১-০৮-২০১০
FB-PB-REGULAR- © 2010-mdrazib

শুক্রবার, ২৩ জুলাই, ২০১০

~নীল প্রণয়ে~Nil Pronoye~

♣ ♣
চোখের কাছে যে জন থাকে
বোঝনা তার আশ-পাশ,
যাকে তুমি বুঝতে নারাজ,
সে তোমার হৃদয়ে বসবাস।।

তোমার নয়ন'চাদরে
হারায় যে সব..দূর চন্দ্রমাবতী আলো-আধার,
হাসির ফুলঝূড়ী কপলে মেখে..
এসো'তব মম নয়ন'মাঝারে।।

তোমার সেই কমলা রোদ্দুর..
নাগলিঙ্গম উষ্ম ভালবাসায় খুজেঁ পাওয়া..
পাবো কী তোমায় আজ নীল প্রণয়ে..!!

♣ ♣
৮ শ্রাবণ, ১৪১৭
২৩ জুলাই , ২০১০
23 July,2010.
© 2010- RAZIB AKASH
All Rights Reserved.
Wordpress-PB-23-07-2010

বুধবার, ১৪ জুলাই, ২০১০

রাজ'বন্দরে-RAZ'BONDOREY



আষাঢ় শেষে কাঞ্চণজঙ্ঘার দেশে
আজো যাইনি আমি.. ,
শ্রাবণ'রাত্রি ঝরে তোমার কেশা'রালে
আমি বসে আছি, আষঢ়ের অর্থ পাইনি
মেঘলা আকাশ, মেঘলা বাতাশ...;
রূপের রাজকন্যা কোথায় কোন্ জলে ভাসে৷
কদম ফুঁটেছে যেথায়
তোমার খোঁপায় সে যে বাঁধে..
শোনো নিকো হায় যাও অদূর কোন্ দেশে৷
শুনি যে তার প্রতিধ্বনি...
হারায় আবার মায়াবিনী কোন মায়ার জ্বালে ভেসে৷
মেঘালয় থেকে বাতাস বয়ে যায়..যায় সে বহুদূরে..
সে আলোর প্রদ্বীপ হাতে...হারিয়ে ফিরে..
কোন অচেনা রাজ'বন্দরে..।।

মোঃ রাযিব
১৪-০৭-২০১০
৩০শে আষাঢ়, ১৪১৭

FB-PB-14-07-2010
© 2010- RAZIB AKASH
All Rights Reserved.

বুধবার, ৭ জুলাই, ২০১০

বিশ্বকাপ...ফুটবল...২০১০..!!--World Cup-2010

বিশ্বকাপ... ফুটবল ... ২০১০!!

কেউ হারে কেউ জিতে,,এইতো বিশ্ব কাপ.
চার বছর পরে আসে,, চলে হরদম আলাপ
রাস্তায় লাইন ধরে মানুষ দেখে দলে দল
এভাবেই খেলাতে অসহ্যের ভোম্বল
নিজের দলটি জিতে গেলেই হয় যেন সম্বল ।।
কোথাও আবার লাগে কথার কাটা-কাটি ভীষন,,
কার দল কে জিতে..এই হল এক মিশন
কোটি কোটি টাকা দিয়ে পতাকাটা সাজাই,,
আমার দেশকে ভালোই লাগে অন্যের পতাকা সাজাই
রাত জেগে খেলা দেখি,,মন আনন্দে মাতায়,,
নিজ দল জিতে গেলে...ভাঙ্গি গলা রাস্তায় ।।
ভুভুঝিলা-র শব্দকে অনূভব করি,,
নাইজেল দিয়ে আমি মাথা ঠান্ডা করি ।।
আমার দল হেরে গেলে চোখ ভাসে জলে,,
আমি আবার আনন্দে ফাঁটি..দল ফাইনালে গেলে ।
আনন্দে দেখি সবাই মোরা পরের খেলা ঘরে,
নিজের দেশ বিশ্বকাপে খুঁজে পাই না আমারে ।
নিজের দেশের পতাকা আমার বিশ্বকাপে উড়ে,,
সেই দৃশ্য দেখাবো কী হায়..!.অশ্রুভরা জলে !!
আবার তুমি আসবে ফিরে হে বিশ্বকাপ ঘরে ঘরে,
সেই আশাতেই পা' যে আমার যাচ্ছে মাটির কালো কবরে ।।


মোঃ রাযিব আকাশ
০৫-০৭-২০১০
২১ আষাঢ়, ১৪১৭


© All Rights Reserved
by mdrazib

শনিবার, ৫ জুন, ২০১০

নির্বাক সভ্যতা ~ DUMB CIVILIZATION

"
আমি নির্বাক হয়ে বসে আছি..
চোখের জল কখোন গড়িয়ে পড়লো
আমি বুঝিনি...;
আলোর রঙে আঁকা মেঘেদের রঙ
কখোন ফেঁকাশে হয়ে গেল
আমি বুঝিনি...

"
সব উড়ে গেল তুলার মতো
সভ্যতার নির্মম বেড়াজলে আটকা পরে
পাখি হয়ে গেল দিশেহারা..;
বিস্মিত ভূবনের সব একাকি হয়ে ফিরে
কেউ হয়ে গেছে সর্বহারা

"
কোথায় দাঁড়িয়ে আছি..
এক স্বত্বা মম ধারণ করে
ভুলে গিয়েছি...;
স্ববাক পৃথিবীর নির্বাক সভ্যতায়
তব কেন ফিরে আসি..


মোঃ রাযিব
Md. Razib
০৫-০৬-২০১০
২২শে জৈষ্ঠ্য, ১৪১৭ বাংলা



E-blog PB-05-06-2010
© All Rights Reserved
by mdrazib

বুধবার, ২ জুন, ২০১০

আজ আমি অবাক~Today I'm Surprised

"
পৃথিবীর স্ববাক মানুষ
আমি অবাক হই না আজ আগের মতো;
যখন কেউ হারিয়ে যায় জীবন থেকে
"
পাখির কলোতানে মুখোরিত এই পৃথিবী
আমি আগের মতো মুখোরিত হই না;

যখন কেউ গান শোনায় আমায়
"
ঝড়ের আঘাতে জর্জরীত এই পৃথিবী
আগের মতো ভীত নই আজ আমি;
যখন কোন লাশ থাকে আমার কাঁধে
"
আমি সব কিছুর জন্যই প্রাপ্য ছিলাম
ভালো-ভাবে বাঁচার আশায় ধ্বংস আজ আমার বাসভূমি;
আমি তথন'ও অবাক হইনি

"
যখন আমার মুখোমন্ডল দু'পাশের মারির জোরে
বের করে নিয়ে আসে এক ফালি হাসি;
আমি অবাক হই তখন
যখন ভাবতে শেখায় আমার অস্বতীত্ব আমি হাসতে জানি।।

মোঃ রাযিব


Md. Razib
২রা জুন, ২০১০/ 02-06-2010


E-blog PB-02-06-2010
© All Rights Reserved
by mdrazib

শুক্রবার, ৭ মে, ২০১০

My Desire

My Dreams Is Favorite To All Indeed
Because of My Dreams Are Really

Excellent to Me Exalted.


My Sweltering Nights Makes Me.

I don't Search of My Existence to
My Unplanned Grow.
My Important Role In Eradicate of
Humanitarian Service Selflessly.

I Acquire My Main Responsibilities,

But I Deprived to My Creativity.


As Though My Melancholy the Severe,

I Hardly Perceive to My Disappear.
Butterfly Dance of Harmony
From
Flower to Flower.

This Feelings Is An Excellent to Makes Me.
That's All My Gallant Dreams

And My related Love with
My Concerned People.



MD. RAZIB AKASH
16-03-2000
(2.20 am)
Published Here-E-blog-Section-07-05-2010
© All Rights Reserved
by mdrazib

মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০১০

দালান-Building

"I love building When I Build,
I just remember my childhood memory
when I playing with Building Building.
In My River Where Blowing
Here Has No Water
Only There
Gravel & Gravel...
Where R My Tree
Where R My River & Pond..
No, There Has No River & No Tree..
Here Has No Oxygen.
Here Has Building Give Us Oxygen,
Playing Here Nitrogen.
Sodium Light Also Playing In This City Road to Road...
But, Here Not Playing Wind From Tree to Tree..
I'm in now City In Town,
So, I' Have Now Limitation of Bound."

Md Razib Akash.
Published Here-E-blog-07-05-2010
© All Rights Reserved
by mdrazib

বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০১০

U r In My Heart..




U r My light of Moon-soon,
U r My Light of Paradise,
U r My Light of Sunshine ,
U r My 1st Summer Day in Bengal.

I Miss U every-time In My Heart,
I Miss U Social Day of Life,
I Miss U Forever in Our Time,
I Miss U Every Rainy Night.

U r My 1st Boishakh In Bengal,
U r My Cool Wind From Himalayan,
U r My Spring Heart on My Busy Time,
I Love U Forever....


MD. RAZIB
08-04-2010
© All Rights Reserved
by mdrazib