DATE/TIME

Friday, April 11, 2025

me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

শনিবার, ২৬ মার্চ, ২০২২

ফিরে দেখা আবার

১৯৯৬- থেকে শুরু বন্ধু শব্দ

শুরু হয় পথ চলা

উচুঁ আর নিচু পাহাড় বেয়ে

১০টাকা পকেটে নিয়ে সারা দিন কাটে

এই শহরে

প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দুরে

মাঝে ২টা বছর দুরে থাকা

নতুন বন্ধুর আনাগোনা

কিছু হারায় কিছু থাকে

যেন জোয়ার ভাটা

বেচেঁ থাকার অন্তরাল জীবন চলে

খুব মনে পড়ে , তোদের মনে পড়ে

ছিল ১ যুগের পরিচয় এমন বন্ধু কেউ

চলে গেছে অনেকে না ফেরার দেশে

হয় না দেখা অনেক বছর

আছে নিজের আমিত্তের মাঝে

চলছে এভাবেই

আমার আমির মাঝে বন্ধু থেকে যায়

ব্যস্ত শহরের জন্জালে ঠাসা সময়কে হারায়

সম্পর্ক থেকে যায় যার যার মাঝে

ফিরে ফিরে আবার আসে।।

(উৎসর্গ সব বন্ধুদের প্রতি)

RAN © 2016-mdrazib



১৯-অগ্রহায়ণ-১৪২৩-বাংলা

২রা-রবিউল আউয়াল-১৪৩৮ হি:

ফিরে দেখা আবার

শ্রাবণ’ বন্ধন

বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক বন্ধন

আকাশে উঠে উতলা ক্রন্দন,

চারিপাশ ছিন্ন কয়লা পোড়ায় –নেই চন্দন॥

তব ঘ্রাণে নেই আর মায়াবী মানবতা

অধম নেই আর প্রাণের নিরবতায়।

অধরা শ্রাবণে বজ্রের হুংকার ধরনীতে লাগে

তব উর্বতায় আনন্দে ভাসে,

অলেখা হারায় শাওন প্রাতে অন্তরীনের কাছে॥

RAN © 2016-mdrazib



-মোঃ রাযিব

১৪ই ভাদ্র, ১৪২৩ বাংলা

29/08/2016 BC

শ্রাবণ’ বন্ধন

রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

একদিন রাতে

এমনি একদিন হিম শীতল রাতে তোমার উপস্থিতি
রং এর প্রাসাদ ছেড়ে অরন‍্যে ঘোরাঘুরি,
রাস্তার পাশের দোকানে গরম রঙ চা পান করে
হাতে জলন্ত সিগারেটের ধোঁয়ায় বয়সটা উড়ে গেছে!

আজো ভুলতে পারিনি প্রথম ছিলে না কি দ্বিতীয়,
এ জীবন ধন্য যদি না হতো তোমায় পেয়ে
সারা রাত জেগে সেই সব দিনগুলি।।

কোথায় আছিস?
জানি আমার মতো সংসারে তোর বসবাস,
হঠাৎ করে আর হয় না দেখা চোখের পাতায়
হবে কী আবার সেই রাতের মতোন দিনগুলি!
শুকনো ঠোঁটে আবারো হাসি দিয়ে
এই নিশির ঝরা রাতে,
তোর দড়জায় কড়া নেড়ে
বলবো “কীরে জেগে আছিস!!”


RAN©mdrazib-18



22-Dec-2018

৮ই-পৌস-১৪২৫ বাংলা

[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

ঘুম শেষে

জলন্ত নিশির ঝরা পাতার প্রকাশনা
খেজুরের রসের সাথে থাকবো দুজন দুজনাতে!
ঐচ্ছিক ছুটির বিন‍্যাসে ফিরবো মোরা হৃদয়েতে।
ছলাৎ ছলাৎ বুকের উপর নদীর ছবি দেখি,
কুয়াশা ঢাকা মহানগরে ফাঁকা মাঠে সেকী !
সাদা আলোয় ভাসে রাতের নগরি,
মনের মানুষ খুঁজে বেড়ায় সাদা মনের পরী।
–পায়না খুঁজে সুখের নগরি আমার
কাঁদায় সে আর হাসায়;

ঘুম শেষে এই স্বপ্ন ভাঙ্গে একদিন হিম শীতল ভোরে,
পাশে খুকুমণি ঘুমায় মোর হাতে’পর মাথা দিয়ে।

RAN©mdrazib-18


25-Dec-2018

১০ই-পৌস-১৪২৫ বাংলা


   

[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

নীরব স্মরণ

তোমাকে হারাইনি...

হলদে পাখির ডাকে ফিরে চাও নি..

অবিরত মনের ভাবনায় নেই আর তোমার স্পর্শ...

জাগরণের গানে নেই তোমার শীতলতা..

কামিনী ফুলের গন্ধে আজ তোমার নীরবতা...॥

RAN © 2016-mdrazib


Written Date- 27-Apr-2012

27-APR-2016

১৪ই-বৈশাখ-১৪২৩ বাংলা

১৯শে-রজব-১৪৩৭ হি:

শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ফিরে দেখা সময়

কোলাহল শহরে বৃষ্টি কথা বলে
অবচেতন দেহ হারিয়ে চলে..
ধরনী শীতল মায়ায়..মানব-জমিন কথা বলে
আবার কী হবে দেখা বন্ধু..
পদ্মায় চলে যাওয়া শেষ বিকেলে।।

RAN © 2016-mdrazib


02-APR-2016

১৯শে-চৈত্র-১৪২২ বাংলা
২৩শে-জমাদিউস সানি-১৪৩৭ হি: