DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

আমার রক্তে আঁকা প্যালেস্টাইন

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

"মাত্র জন্ম হবে আমার...

আর ক'টা দিন সবুর করো মা' তোমার সন্তান দেখবে নতুন প্যালেস্টাইন..; 

খুব ব্যথা দিচ্ছি মা' তোমায়...ক্ষমা কর আমায়..।"

অপেক্ষায় দিন কাটে মা'র- বেঁচে থাকার অধিকারে পথ হারায়.. 

 আলো আসতে সময় নেয় না....

তব সে আলোর প্রতিক্ষায়...; 

নতুন দিনের আলো...নতুন স্বপ্ন মাখা মা'য়ের মুখ..।

সবই ঠিক ছিলো...বুলেটের গতিটা থামানো গেল না.. 

মা' আহত হলেন..স্বপ্ন ভেঙ্গে যায়নি...' ঈশ্বরের ইশারায় বেঁচে গেলেন মা'...।।

কিন্তু....মা'কে ডাকার সেই শিশু চলে গেল..

'বুকের চারপাশ জোড়া শালিকের হাহাকার পড়ে গেল..। 

রক্তে মাখা প্যালেস্টাইন আজ কাঁদে..; সেদিনও কেঁদে ছিল....।

সবাই কী ঘুমিয়ে আছে মা'..?

বিশ্ব নাগরিক-রা কিভাবে ঘুমায় তোমায় একা ফেলে..?

তারা কী স্বাধীন প্যালেস্টাইন চায় না..?

কেন তব আজ তোমার বুকে রক্ত..?

আমার প্রিয়া কোনদিন আর বলবে না...

কেন কবিতা লিখেছিলে তুমি..!!

কেউ বলবে না- গানের স্বরলিপি কী করে লিখতে হয়..?

ও'গো মা' ওরা আজ'ও স্বাধীনতা কী বোঝেনা...

গণজাগরণ নেই..স্বার্থের জাগরণ চারপাশে...স্ফুলীঙ্গ খেলা করে..।

"আমাকে ঘুমাতে দাও মা...

আমি এই স্বার্থচরিত সমাজ থেকে দুরেই ভাল আছি...

বিশ্ব অকর্মাদের থেকে অনেক দুরেই ভাল আছি..।।" 

 ~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

RAN © 2014-mdrazib

Written-Date-

১২-০৭-২০১৪ ইং

12-JULY-2014

13 RAMADAN-1435 Hj.

Published on--

WORDPRESS-KOBITANGON-কবিতাঙ্গন

সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

ভাবুক জোৎস্ণা~♥~

ফিরে যাওয়া আর আসার মাঝে কিছু কিছু..


ভাবুক জোৎস্ণা ~
 
আমি কত স্বার্থপর..
যে ভালবাসে না তোমাকে..;
আজ কবিতাই যেন পড়তে চায় মন,
যে কবিতা পড়েনি কোন কালে..!!" 

Going back to some of the more
Thinker fullmoon ~
How selfish is that I do not love you..;
Today he wants to read the mind of poetry,
The poems were which aired..!!


© mdrazib-2012


4th-NOV-2013
20th-Karttik-1420 Bangla
29th-JilHajj-1434 HJ.

শনিবার, ২০ জুলাই, ২০১৩

সত্য ভাষন-১

ফেরাউন কে তুমি ভেবে দেখো.. 
যে আছে এখনো যাদুঘরে..| 
ব্রিটিস যার নাম রেখেছে রেমেসিস..
 
কোথায় তার কর্ম লুকালো..? 
একবারো কী ভেবেছিস..!! 
আমার কোরআন্ সাক্ষ্য দেয়.. 
সে ছিল বানোয়াট খোদা..! 
তুই যতই নাম দিস্ তার.. 
সে এখন শুয়ে আছে সোজা..
করো না আর নিজেকে নিয়ে বড়াই,
সেই সত্য ভাষন নতুন করে পড়াই..|
 
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
 
Who Do You Consider The Pharaoh..
The Museum Has Yet.. 
British Remesisa Whose Name Is.
  
Where Hid His Actions ..?
What think about It?.. Didn't You .. !!
I Testify The Qur'aan..
He Was A False God..!
Gave Then the name of Any..
He Now Has A Straight Lie.
Do Not Brag About Himself,
New To The Truth To Say You Go.
 
19-07-2013
© 2013-mdrazib

মহাকালের কাছে

15-06-2013
 
আষাঢ়ে শ্রাবণ বিজন'ঘরে একলা আকাশ আমার
স্বন্দিপ্ত তারার মেলায় অনেক আলো..;
আধারের খেলায় একলা চাঁদ তোমার..।
নিশীথ প্রদ্বীপ চাওয়া-পাওয়ায় কেউ খোঁজে কারে,
অপার মহিমায় সময় হলো তোমাতে আমাতে..।।
বৃষ্টি ধারায় প্রাণ ফিরে এলো
এলো নতুন জীবনের ডাক;

ঘুম হেটে এলো আমারদের পদ্বপায়ের দ্বাড়ে
চির নিদ্রায় মহাকালের কাছে আষাঢ়ের
প্রথম বিন্দু ভালবাসা আজ..।।

© 2013-mdrazib


০১-আষাঢ়-১৪২০
০৫-শাবান-১৪৩৪ হিঃ

অবেলা শ্রাবণ..

আজ হে আজ তোমার আকাশ জুড়ে বৃষ্টি হবে
তুমি আধো চোখে মুছে নিতে পারবে না;
তোমার কপাল বেয়ে ফোটা ফোটা বৃষ্টি
উত্তরের আকাশ কেন আজ তোমার বুকে সারা..!!
তুমি জানো না..!
 
আড়িপাতা কান শোনেনা বারন..
অনুভূতি নিঃশ্বেস হয়;
যেন আজ শ্রাবণ...।।

© 2013-mdrazib

বৈশাখী পায়রা

 সন্ধ্যা পার করে আমি হেটেছি বহুদূর..
চৈত্র শেষ হয়ে এলে তোমায় পাবে আগামী ভোর..
লাল শাড়ীর ভাঁজে-ভাঁজে..কখোনবা ওড়ণাতে,
পান্জাবী আর লুঙ্গির আবরণে..
বার-ভূইয়ার এই দেশ আবার আলোকিত হবে..
বৈশাখী শান্তির সাদা পায়রা হয়ে উড়বে..।।

© 2013-mdrazib

14-04-2013
২রা-জমাঃসানি-১৪৩৪

গণজাগরণ থেকে বলছি...

 
জাগো বাহে...

আমি সেই গণজাগরণ থেকে বলছি..
আমি তোমার বাংলাদেশ থেকে বলছি..।।
আমার দেশের মা'য়ের ভাষা থেকে বলছি
আমি সেই অস্থায়ী মঞ্চ খেকে বলছি
আমি সাধারন এক মানুষ বলছি..।।


আমার মা'কে যারা হত্যা করেছে
আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি..
যতদিন রাজাকারেরা ফাঁসির কাষ্ঠে না ঝুলবে..
আমি আজ ঘরে ফিরে যাবোনা...।।


© 2013-mdrazib
 
 08-02-2013
২৬-মাঘ-১৪১৯
২৬-রবিউল আউয়াল-১৪৩৪

মোদের শ্রদ্ধা

01st-DEC-2012




“বাংলার দামাল ছেলেরা ঘুমায় ডিসেম্বারের শীতে..,
 

 জাতির শ্রদ্ধাসমূহ বার বার ফিরে আসে;
 

  বিচারের দাবীতে দলিলগুলো মুখ থুবরে পরে আছে,
 

একটাই ধ্বনি “রাজাকার নিপাতযাক॥”
 

  WRITING DATE- 01st-DEC-2012
১৯ অগ্রহায়ণ, ১৪১৯ বাংলা
 

 © 2012-mdrazib

আশূরা’কালে


ঐ’যে দেখ আসমানে চাঁদ
হায় হোসেনের মাতম আনে;
আসছে আশূরা তোমার দ্বারে..
সংযত হও মাটির টানে..।।
খোদার ঘড়ে রহমতের নাযরাণা..
পান কর হে সর্ব জ্ঞনে..।।
স্বাধীন তোমার ইসলাম আজ..
শূদ্ধতারই কার্যকালে…;
স্ববচনে হস্ত ধরে,
এগিয়ে চল সত্যবলে..।।


© 2012-mdrazib
23rd NOV,2012
৯ অগ্রহায়ণ,১৪১৯ বাংলা/9th Agrahayon, 1419 BD
৮ মহররম,১৪৩৪ হিজরি/8th MOHARRAM,1433 Hj

আবরণে ভালবাসা...♠

অজানা ভাললাগা কভু কাছাকাছি
ক্যামেরার ফ্রেমে বন্দি ভাবনাগুলো..
একদিন চুপিসারে এসে বলে রাঙিয়ে দাও না আজ আপন করে..।।


কোন উড়ন্ত সেতুর উপর যদি আমি এসে বলে আমায়
"যাও ভাবনার অন্তরালে এক ভালবাসাবাসি..;"
তোমার ছলনার উদারতায় আমার সব স্বপ্ন
আবার জেগে উঠে নতুন করে..
কভু যদি বাস থেকে নামতে না ধর হাত..
কভু বিকেলে বলবে না আর
"হবে নাকি চায়ের চুমুকে চুম্বন..;"

আমি অবধারিত হয়ে দেশের টানে
ফিরতে হবে মাছরাঙা'র ঠোটে..
বোবা হয়ে ফিরবোনা  আর..;
জানি আমার শব্দগুলো তোমার কাছে বোবা
হয়ে আমাতে ফিরে আসে..
নেই কোন স্পন্দন, নেই শব্দের ভালবাসা
তবু অকপটে আমাতে তোমার তেরটি'নদীর ঢেউ খেলা করে..।
আমি ব্যস্ত ক্যামেরায় তোমাকে আর খুঁজি না..
আমি পুরোনোকে আপন করে নিতে পারি না..
বলেই আজ আমার সর্বপ্রেমে আবৃত হৃদয়;
নেই কোন অনুযোগ তোমাতে আমাতে
আমি একলাফে উঠে যাই ট্রেনে..
লাফ দিয়ে নামি রাস্তায়..
আমার নেই আজ সংশয়..
ভাবনার পরতে পরতে ভালবাসা রয়..।।


© 2012-mdrazib
18-11-2012
০৪-অগ্রাহায়ন-১৪১৯
০৩-মহররম-১৪৩৪