DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

সোমবার, ২৮ মার্চ, ২০২২

নতুন তুমি

জানি না তোমার নাম কী ছিল..

নব সভ্যতা শেখায় বাণী..

এসএলআর বলে নতুন কথা–; তোমাদের কথা..

নতুন ভাষা…নতুন পরিবর্তন..নতুন বাতাসের অনুভূতি..।

নতুন আলো দেখে তোমায় নতুন করে..।।

22-May-2014

০৮-জৈষ্ঠ্য-১৪২১ বাংলা

© 2014-mdrazib



[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

# Always ask for my permission before using any of my POEM AND FROM other blog’s poem.

নতুন তুমি

রবিবার, ২৭ মার্চ, ২০২২

ফসিল

পিঁপড়ে বোমার উপর হেটে চলে;

বুম করে বোমা ফাটে,

উড়ে এসে পরে জলেতে;

সাঁতার কেটে ক্লান্ত প্রাণ,

সবিশেষ ভেসে থাকে ফসিল!

RAN © 2019-mdrazib



[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

শনিবার, ২৬ মার্চ, ২০২২

ফিরে দেখা আবার

১৯৯৬- থেকে শুরু বন্ধু শব্দ

শুরু হয় পথ চলা

উচুঁ আর নিচু পাহাড় বেয়ে

১০টাকা পকেটে নিয়ে সারা দিন কাটে

এই শহরে

প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দুরে

মাঝে ২টা বছর দুরে থাকা

নতুন বন্ধুর আনাগোনা

কিছু হারায় কিছু থাকে

যেন জোয়ার ভাটা

বেচেঁ থাকার অন্তরাল জীবন চলে

খুব মনে পড়ে , তোদের মনে পড়ে

ছিল ১ যুগের পরিচয় এমন বন্ধু কেউ

চলে গেছে অনেকে না ফেরার দেশে

হয় না দেখা অনেক বছর

আছে নিজের আমিত্তের মাঝে

চলছে এভাবেই

আমার আমির মাঝে বন্ধু থেকে যায়

সম্পর্ক থেকে যায় যার যার মাঝে

ফিরে ফিরে আবার আসে।।

(উৎসর্গ সব বন্ধুদের প্রতি)

RAN © 2016-mdrazib



১৯-অগ্রহায়ণ-১৪২৩-বাংলা

২রা-রবিউল আউয়াল-১৪৩৮ হি:

ফিরে দেখা আবার

শ্রাবণ’ বন্ধন

বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক বন্ধন

আকাশে উঠে উতলা ক্রন্দন,

চারিপাশ ছিন্ন কয়লা পোড়ায় –নেই চন্দন॥

তব ঘ্রাণে নেই আর মায়াবী মানবতা

অধম নেই আর প্রাণের নিরবতায়।

অধরা শ্রাবণে বজ্রের হুংকার ধরনীতে লাগে

তব উর্বতায় আনন্দে ভাসে,

অলেখা হারায় শাওন প্রাতে অন্তরীনের কাছে॥

RAN © 2016-mdrazib

-মোঃ রাযিব

১৪ই ভাদ্র, ১৪২৩ বাংলা

29/08/2016 BC

শ্রাবণ’ বন্ধন

রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

একদিন রাতে

এমনি একদিন হিম শীতল রাতে তোমার উপস্থিতি
রং এর প্রাসাদ ছেড়ে অরন‍্যে ঘোরাঘুরি,
রাস্তার পাশের দোকানে গরম রঙ চা পান করে
হাতে জলন্ত সিগারেটের ধোঁয়ায় বয়সটা উড়ে গেছে!

আজো ভুলতে পারিনি প্রথম ছিলে না কি দ্বিতীয়,
এ জীবন ধন্য যদি না হতো তোমায় পেয়ে
সারা রাত জেগে সেই সব দিনগুলি।।
কোথায় আছিস?
জানি আমার মতো সংসারে তোর বসবাস,
হঠাৎ করে আর হয় না দেখা চোখের পাতায়
হবে কী আবার সেই রাতের মতোন দিনগুলি!
শুকনো ঠোঁটে আবারো হাসি দিয়ে
এই নিশির ঝরা রাতে,
তোর দড়জায় কড়া নেড়ে
বলবো “কীরে জেগে আছিস!!”

RAN©mdrazib-18

22-Dec-2018

৮ই-পৌস-১৪২৫ বাংলা

[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

ঘুম শেষে

জলন্ত নিশির ঝরা পাতার প্রকাশনা
খেজুরের রসের সাথে থাকবো দুজন দুজনাতে!
ঐচ্ছিক ছুটির বিন‍্যাসে ফিরবো মোরা হৃদয়েতে।
ছলাৎ ছলাৎ বুকের উপর নদীর ছবি দেখি,
কুয়াশা ঢাকা মহানগরে ফাঁকা মাঠে সেকী !
সাদা আলোয় ভাসে রাতের নগরি,
মনের মানুষ খুঁজে বেড়ায় সাদা মনের পরী।
–পায়না খুঁজে সুখের নগরি আমার
কাঁদায় সে আর হাসায়;

ঘুম শেষে এই স্বপ্ন ভাঙ্গে একদিন হিম শীতল ভোরে,
পাশে খুকুমণি ঘুমায় মোর হাতে’পর মাথা দিয়ে।


RAN©mdrazib-18

25-Dec-2018

১০ই-পৌস-১৪২৫ বাংলা

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

নীরব স্মরণ

তোমাকে হারাইনি...

হলদে পাখির ডাকে ফিরে চাও নি..

অবিরত মনের ভাবনায় নেই আর তোমার স্পর্শ...

জাগরণের গানে নেই তোমার শীতলতা..

কামিনী ফুলের গন্ধে আজ তোমার নীরবতা...॥

 

RAN © 2016-mdrazib

Written Date- 27-Apr-2012

27-APR-2016

১৪ই-বৈশাখ-১৪২৩ বাংলা

১৯শে-রজব-১৪৩৭ হি:

শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ফিরে দেখা সময়

কোলাহল শহরে বৃষ্টি কথা বলে
অবচেতন দেহ হারিয়ে চলে..
ধরনী শীতল মায়ায়..মানব-জমিন কথা বলে
আবার কী হবে দেখা বন্ধু..
পদ্মায় চলে যাওয়া শেষ বিকেলে।।

RAN © 2016-mdrazib

02-APR-2016

১৯শে-চৈত্র-১৪২২ বাংলা
২৩শে-জমাদিউস সানি-১৪৩৭ হি:

রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

তোমার জন্যই আমি

হে প্রিয়...!
কেন তব এ বিবাদ..আমি তো তোমায় ভালবেসেছি
দিগন্ত-কে প্রশ্ন কর...কর সেই রাতের মায়াকে..
তোমার সুগন্ধ মাখা  চিবুকে আমি তোমারেই দিয়েছে ভালবাসার স্পর্ষ..;
কেন তব এ বিচ্ছদের সুর কন্ঠে...
তুমি যেতে চাও কোথায়..যেথা আমি নই...?
 
কথার পিঠে কথা দিয়েছিলে এ হাত ছাড়বে না কভু...
শিমুল তলে দাঁড়ায়ে ভালবেসেছিনু ...সেই গন্ধরাজকে প্রশ্ন কর তুমি..
তোমার দেয়া গোলাপ আমি তোমারে দিয়েছি...
কী ভুল ছিল বলো...?...আমিতো আমার ভালবাসাকেই দিয়েছি...!
যার শোভা বর্ধণ করেছিলে সেতো তুমিই ছিলে...!
 
জীবন অনেক কঠিন..সহজ কী ছিল তোমার-আমার মিলন..!
তবুতো এই ভাল থাকা ছিল..প্রেম ছিল নয়নে আমাদের.!!
 
যাও তব এ হাত ছেড়ে..আমি অশ্রু ঝড়াবো না কোন কারনে..!
আমার আমৃত্ত খুশি শুধু তুমি..শুধু তুমি..!!
আমাদের ভালবাসার পুথিমালা গাইবে সুরেলা পাখি..
বলবে সে ভালবাসার কথা রুপসা নদী..।
 
আমার কোন ভালবাসাই ধড়লো না তোমায়..আর কী দিবো..?
সব আনন্দ যে শুধু তুমি...কী করে ভোলাবো তোমায়..?
আমার 
মৃত্যু তোমার কামনা নয়..
তারপরও আমার মৃত্যু যদি তোমায় খুশি করে..সেই মৃত্যু চাই আমি..!
 
তুমি কাদবেঁ না জানি...ভাল যেখানে...সেথায় হোক তোমার স্থান।
আমার নিয়তী আজ তোমায় দিয়ে যাই...
সুখে থাকা হোক সর্বময় তোমার..।
 
তারপরও পারবো না সে কাজ করতে...সেই পবিত্র বন্ধন ভাঙ্গতে...!
তুমি শুধুই আমার...আমি শুধুই তোমার...।।
 
RAN © 2015-mdrazib

০৬ই-বৈশাখ-১৪২২ বাংলা

19th-APR-2015

29th Jumadius-Sani-1436 Hj.

রবিবার, ৯ নভেম্বর, ২০১৪

আমার রক্তে আঁকা প্যালেস্টাইন

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

"মাত্র জন্ম হবে আমার...

আর ক'টা দিন সবুর করো মা' তোমার সন্তান দেখবে নতুন প্যালেস্টাইন..; 

খুব ব্যথা দিচ্ছি মা' তোমায়...ক্ষমা কর আমায়..।"

অপেক্ষায় দিন কাটে মা'র- বেঁচে থাকার অধিকারে পথ হারায়.. 

 আলো আসতে সময় নেয় না....

তব সে আলোর প্রতিক্ষায়...; 

নতুন দিনের আলো...নতুন স্বপ্ন মাখা মা'য়ের মুখ..।

সবই ঠিক ছিলো...বুলেটের গতিটা থামানো গেল না.. 

মা' আহত হলেন..স্বপ্ন ভেঙ্গে যায়নি...' ঈশ্বরের ইশারায় বেঁচে গেলেন মা'...।।

কিন্তু....মা'কে ডাকার সেই শিশু চলে গেল..

'বুকের চারপাশ জোড়া শালিকের হাহাকার পড়ে গেল..। 

রক্তে মাখা প্যালেস্টাইন আজ কাঁদে..; সেদিনও কেঁদে ছিল....।

সবাই কী ঘুমিয়ে আছে মা'..?

বিশ্ব নাগরিক-রা কিভাবে ঘুমায় তোমায় একা ফেলে..?

তারা কী স্বাধীন প্যালেস্টাইন চায় না..?

কেন তব আজ তোমার বুকে রক্ত..?

আমার প্রিয়া কোনদিন আর বলবে না...

কেন কবিতা লিখেছিলে তুমি..!!

কেউ বলবে না- গানের স্বরলিপি কী করে লিখতে হয়..?

ও'গো মা' ওরা আজ'ও স্বাধীনতা কী বোঝেনা...

গণজাগরণ নেই..স্বার্থের জাগরণ চারপাশে...স্ফুলীঙ্গ খেলা করে..।

"আমাকে ঘুমাতে দাও মা...

আমি এই স্বার্থচরিত সমাজ থেকে দুরেই ভাল আছি...

বিশ্ব অকর্মাদের থেকে অনেক দুরেই ভাল আছি..।।" 

 ~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

RAN © 2014-mdrazib

Written-Date-

১২-০৭-২০১৪ ইং

12-JULY-2014

13 RAMADAN-1435 Hj.

Published on--

WORDPRESS-KOBITANGON-কবিতাঙ্গন