গোল-চক্কর ঘুড়ে যেদিন আসবে আমার কাছে..!
সেদিন তুমি দেখবে আমায় সাদা চাঁদর গায়ে..।।
রাজা-রানী খেলা শেষে ফিরবে তুমি ঘরে,
থাকবে না আর আদর সেথায় পুরো ঘরটা জুড়ে..।।
© 2012-mdrazib
০৯-জুন-২০১২
২৬-জৈষ্ঠ্য-১৪১৯
১৯-রজব-১৪৩৩
♥জানো কী মেয়ে তোমায় আমি চিনে নিয়েছি...!
পলাশ ফুলে ফুলে-রক্তকরবীতে আমি তোমায় জেনে নিয়েছি..।।
বিচ্ছিন্ন ব্যদনা রোদনে বিজয়..কাল-জয়..তোমার তাই পরাজয়...
কেন হারানোর ভয়..
অবচেতন মন অবলীলায় যখন আমার বাহুর পাশে...
তোমার হলো না দূর বিজয়...
হারলাম না কেউ মোরা...বিজয় আজ তোমার-আমার পদ্ম -পায়ে..টুপ-টাপ বৃষ্টি হয়ে ঝড়ে..!!!
অগোছালো ফাগুনের কেশ দিগন্তে উড়ে বেড়ায়..।।
ফাগুনের আকাশে আমি মেঘ'ছবি আঁকি..
উত্তর বাতাসে আমি বাঁজাই আড়-বাঁশী..।
তোমার বাড়ীর সামনে ঝড়ে ঝুম ঝুম বুষ্টি..
আমের বোলে ছড়াচ্ছে আজ মাতাল করা গন্ধী...।।♥
-----------------------------------------------
You know what kind of girl I have recognized you...!
I have recognized you in the blossoming flowers of Palash and the blood of the blood...
Victory in the cry of separation and pain..time-victory..your defeat...
Why the fear of losing..
When the subconscious mind is in a state of confusion next to my arm...
You have not won a distant victory...
I have not lost to anyone...Victory today is at your-my lotus feet..drop by drop in the rain and storm..!!!
Phagun's messy hair flies towards the horizon...
I paint clouds in the Fagun sky..
I play the flute in the north wind..
The wind blows in front of your house..
The intoxicating fragrance spreads on the mango tree today.
Written Date-28-02-2012
২৮-০২-২০১২
১৬ ফাল্গুন ১৪১৮ বাংলা
PB Date-29-02-2012
mdrazib © 2012
(১)
অনেক খেয়েছি মা...
তোমায় কী দিয়েছি মা...?
স্বাধীন দেশে থাকবো তাই পেয়েছি মা তোমায়...
দিইনি রক্ত নিজের...তারপর'ও তুমি দিয়েছো ঠাই মোরে..
আমায় ক্ষমা কর মা...যাচ্ছি ছেড়ে তোমায়..।
বিজয় গাঁথা দেখা হলো না আর..তোমার কোলে শুয়ে..।।
(২)
ওই দেখো মা তোমার লাল-সবুজ উড়ে...লাল শাড়ী উড়ে.আমার বোন কোথায় মা..!!!!
মা...ও'মা..মা তুমি কোথায় মা....!!
মা'গো....আমার বোন তার লাল শাড়ী-টা পড়া হলো না আর..!
আজ বিজয়ের দিন...আমার বোন-টা হারিয়ে গেছে মা ।
কোথায় মা...আমি যে ফিরে এলাম স্বাধীন বাঙলা-তে...
আমার বোন-টা কোথায় মা...মা...আ..আ..আ....!!
(৩)
আলোকসজ্জা তোমার মনে..
লাল রক্ত আমার মনে...
সেই দেশ আমার মত বিবাগী...
আছে আরো ভালবাসা অন্তরে-প্রান্তরে..
রাস্তা ধারে তারাবাতী...আরো উড়ে ফানুস...
লীলাথেলায় মেতে উঠে আমার স্বদেশ..বিজয়ের ঐশ্বর্যে..।।
Written DATE-16-12-2011
২র পৌষ, ১৪১৮ বাংলা
20th Muharram, 1433 Hj
-----------------------
PB DATE- 19-12-2011
৫ই পৌষ, ১৪১৮ বাংলা
23rd Muharraham, 1433 Hj
© All Rights Reserved
প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON-Wordpress.com
©mdrazib-2011