ঠান্ডা বাতাশ এসে ছুঁয়ে যায় তোমার চিঁবুকে,
সূর্যের আলো স্পষ্ট সে চোখে
সাগর তরঙ্গ ভাঙ্গে তোমার মাঝে ।।
ঢেউয়ের গানে মন সাড়া দেয়
বালিয়ারীর বুকে স্বপ্ন আঁকে সে,
ধূলায় হারানো স্বপ্ন কুঁড়িয়ে নিয়ে আসে
পঞ্চত্ত-অবধি ভালবাসা বাঁধে ।।
আজ বৃষ্টি ঝড়ুক তোমার মাঝারে, বিভক্ত পৃথিবী হয়ে যাক একাকার..।।
সেই রোদ্দুরে হাসি..রংধণু আঁকে, মনের ভিতর শূণ্য হাহাকার ।।
সব কলঙ্ক ছুঁয়ে দেখি..দেখি নীল পাহারের দুঃখ্য;কোনো শব্দ নেই..নেই কারো বলা কথা
স্বপ্নের চেয়ে সুন্দর হয়ে বৃষ্টি বেলায় ঝরে,
কেন তব এই স্বপ্ন আমায় ভাবায় ফিরে ফিরে..
ভাল আছে কী সেই রাজ'নন্দিনী, যে প্রাসাদ ঘরে থাকে..!
হৃদয় গহনে সুপ্ত আশা নতুন করে বাঁজে,
আনন্দের পাখিরা উড়ছে কোখাও ইচ্ছের ডানা মেলে ।
খুঁজছে যেন নতুন সাথি নতুন করে বাঁচার তরে
সবাই দেখে নতুন করে বৃস্টি ভেঁজা নয়নটাকে..//
"শিকল বাঁধা ওই ঘরে'তে কেউ কী খবর নেয়
ইচ্ছের ডানা যতই ঊড়ুক, মন যে বোঝা দায়,,
সে খবর যে কেউ নিবে না..বললি নিজের কথা..
স্বপ্নরা সব উড়লো যে আজ..বৃষ্টি ভেঁজা কথা..।।"
~ মোঃ রাযিব আকাশWritten Date-10-October-2010
২০শে জ্যৈষ্ঠ, ১৪১৮ বাংলা
০৩-০৬-২০১১ ইং
MD RAZIB AKASH
PB->20th Joistho 1418 bengali
PB->03 JUNE,2011
© mdrazib-2011





