মঙ্গলবার, ২৪ মে, ২০১১
বৃষ্টি বেলায়~Bristy Belay
কৃষ্ণচূঁড়া দোলে বিষন্ন অবহেলায়..
বৃষ্টি তোমার জলের খেলায় ॥
অধরা মেঘ মধূর বৈশাখে..
তোমার ওই অঞ্চলে খেলা করে;
পাখা মেলে গহীণ অরণ্যে ॥
তব-
আসোনি আজি বৃষ্টি বেলায়;
মলিন ওই চোখ ভীজে কৃষ্ণচূঁড়া মাঝে ॥
ঈশাণে জমেছে মেঘ..
সব কাজ থেমে গেছে, থেমে গেছে বীণা;
ভীজেছে এই তনুর অস্পষ্ট আলোর রেখা ॥
বিদ্যূৎ ঝড়ে ওই কপলে-
বাণী তোমারি আজি শুণি;
রেখো না সে মন আর কোনো তটে
যা আছে তোমার প্রাণের ওপারে ॥
~মোঃ রাযিব আকাশ
২৩-০৫-২০১১ ইং
প্রকাশের তারিখ-২৪-০৫-২০১ ইং
Md. Razib Akash
Written Date-23-05-2011
Published Date-24-05-2011
Published On---
MD.RAZIB AKASH-er KOBITANGON~"শূদ্ধতাঙ্গন"
&
MD.RAZIB AKASH-er KOBITANGON~কবিতাঙ্গন
&
MD.RAZIB AKASH-er PROTHOMALO BLOG
&
facebook.com/mdrazib
শুক্রবার, ১ এপ্রিল, ২০১১
ভালবাসার-স্বাধীন দূর্নীতি
"তোমার দেশে আসতে আমার অনেক লাগে ভালোতাইতো তোমার দেশে এসে দেশটা করি কালো"
তুমি যতোই ভং ধরনা,ছাড়বোনা তোমার পিছু..।
"অফিস-কলেজ-বন-বাদারে তোমার চরণ অবাধ,
হাতখানা আজ শিকল বাঁধা আমার ঘরের কপাট"
তাই বলে কী ছাড়বো তোমায়, আজ মারবো তোমায় রুখে..।
"স্বাধীন তোমার চরণ ভূমি, ক্লান্ত তোমার প্রাণ,
স্বাধীন ভাবে কেউ বাঁচে না আমায় দিয়ে ত্রাণ"
আসবে সে যে সততা নিয়ে, পার পাবেনা তুমি..।
"মারবে আমায় বলি শোনো, আর কী করা যায়
তোমার দেশের সৎ আছে যে দাড় তাঁকে সবাই চায়"
আছে যে সে মা-য়ের ভ্রুণে, তৈরী থাকো তুমি,
বিনাস সে যে ঘটাবে যখন মরবে তখন তুমি..।
"তোমার যতই থাকুক আশা, বুকে থাকুক গভীর বাসা
লজ্জা-ঘৃণা কেউ ছোবেনা আমার গাঁয়ে ঘেশা"
ভালবাসার শিকল তোমায় পরাবো আমি আজ,
ভালবাসার-স্বাধীন দূর্নীতি ঘুঁচাবো আমি আজ..।
মোঃ রাযিব
০১-০৪-২০১১
১৮ চৈত্র, ১৪১৭ বাংলা
(৪:০৫ বিকেল)
=========
MD. RAZIB
01-04-2011
18th Choittro, 1417
(04:05pm)
প্রকাশিত হয়েছে-
PROTHOM ALO BLOG
&
SOMEWHEREINBLOG
সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১
প্রান্তরে একুশ
দিচ্ছে দ্বীপালি দ্বড়িয়ায়..দাঁড়ায়ে দেখছে দুটি আঁখি..।
আজন্ম থেকে জ্বলে উঠা সুর
শত প্রবঞ্চনা সয়ে এইতো বহুদূর,
প্রথম মন্ত্রে পাওয়া "অ"
দ্বিতীয় মন্ত্রে পাওয়া "ক"
এভাবেই বর্ণের কথামালা
রক্তাক্ত হয়ে ফিরে আসে
কোন ফালগুনের'বেলা ।।
অষ্ট মঞ্জুরী দেয় "এ"
কোকিল নিয়ে আসে "কু"
স্বাধীন বেলাভূমিতে পাওয়া "শ"
জীবন হারায়ে হয়ে যায় পৃথিবীতে "অমর"
জীবনের বিন্দু বিন্দু রক্তাক্ত হয়ে আসে "একুশ"..
দুইয়ে মিলে খুঁজে পাওয়া আমার "অমর একুশ" ।।
পোহালো রাতি মোর
ভাষার টানে মন-মৃগ ছুটে;
ধূলি-কণা উড়ায় সাঁঝের'বাতাসে,
বুঝি'না কেন আজো,ভাষারে করিনা আপণ..!
পর'ভাষা মনের কথা সাথে কয় ত্রাসে।
বিধাতার বিধানে মা'য়ের ভাষা
মনের গহীণে রইল জমা
বিশ্ব পারাপারে চাই নিজে ক্ষমা,
আছে কী তার কোন সীমা..!!
শব্দতটে বেড়াই ঘুড়ে, শহীদের আত্মা কেঁদে ফিরে
"মা" ডাকটি তাকে বুকে নিয়ে
অহিংসতা এনে মনে, ভাষাকে গড়ি বিশ্বদরবাড়ে ।।
মোঃ রাযিব
২০শে ফেব্রুয়ারী-২০১১ ইং
৮ ফাল্গুন, ১৪১৭ বাংলা
MD. RAZIB AKASH
20-02-2011
© mdrazib/2011
ALL RIGHTS RESERVED
প্রকাশিত হয়েছে-
RAZIB-AKASH-erKOBITANGON~কবিতাঙ্গন'WORDPRESS.com
শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১
রক্তে ভেজা-Rokttey Veja~

মঙ্গল'ও আছে ওই তড়বারীতে
যা উঠে মস্তকে রাজাকারের,
বিজয়ের পদ্বধ্বনি শোনা অশ্বক্ষুর
বাঁকে বাঁকে ধায় জীবনের ।।
বিজয় সংগ্রাম শেষ নয়
তব
সংগ্রাম শুরু দেশ গড়ার ।
মহস্হানগড়, কত শীলালিপি
আর্তূনাদ আজও বুকের ভেতর
বধ্যভূমির, চোরাবালির
মুক্ত যে নয় তোমার দোশর ।।
মানবাত্মাকে জাতায় পিষে
চলেছি রঞ্জিত মুখোশ পড়ে,
সমুদ্রের চোয়ালে গ্রেণেড মেরে,
শান্তি আনার অপচেষ্টা করে ।।
মাথানত আজ তোমার তরে
একুশ যেন দাঁড়িয়ে থাকে
সবুজ শ্যামল বাংলা আমার
রক্তে ভেজা বুকের মাঝে ।।
মোঃ রাযিব
০৬-০২-২০১১ ইং
২৩ মাঘ, ১৪১৭
MD RAZIB
06-02-2011
23rd MAGH, 1417 Bengali
© mdrazib/2011-ALL RIGHTS RESERVED
প্রকাশিত হয়েছে-
প্রথম আলো ব্লগ
বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০
সেই এল’এম’জি

গর্জনে তার আকাশ কাঁপে
বাতাশ ছুটে এদিক-সেদিক,
হুংকারে সে শত্রূ কাঁপায়
পথ হারায় কেউ দিক-বেদিক।।
সেই এল'এম'জি হারিয়ে গেছে
স্বপ্নটাকে পূরণ করে
আবার হাতে চাই যে তাকে
পরাণ প্রিয় বুকের মাঝে।।
তুমি যখন ছিলে কাধেঁ
শত্রূরা সব পালায় দৌঁড়ে,
তোমার ভয়ে রক্ত ঝরায়
প্রাণের মাঝে আকাশ মাতে।।
জন্মভূমি আমার প্রিয়
বাংলা আমার মা,
তোমার প্রাণে বাঁজায় বাঁশী
দোয়েল পাখির রা..আ...।।
শিমুল তূলার বালিশ আমার
রক্তে ভেজা চোখ,
সবাই যে তাই ভূলে গেছে
আমার প্রাণের শোক।।
স্বাধীনতা এনে দিয়ে
জমা হলে সেই যে কবে,
শত্রূ যে তাই বেঁচে আছে।।
আবার হাতে চাই যে তোমায়
ঝড়ণাধারে-বাঁশ-বাগানে,
শত্রূ সেথা চেয়ে আছে
গুড়িয়ে দিবো আজ তাকে।।
স্বাধীনতা নিয়ে আবার
ফিরবো আমি মায়ের কাছে,
বাংলা আমায় ডাকছে বুঝি
আসছি আমি তারই কাছে।।
মোঃ রাযিব
১৫-১২-২০১০ ইং
১লা পৌষ, ১৪১৭ বাংলা
ALL RIGHTS RESERVED © 2010
বুধবার, ১৭ নভেম্বর, ২০১০
♣ঈদ-উল-আযহা~Eid-Ul-Azha-2010♣
ঈদের সকাল আসছে ওই
শিউলি ফুল ঝড়িয়ে সাদা-কমলার চাঁদরে..।
ঈদের সকাল সবার ঘরে..
নতুন আশার আলো নিয়ে...
ভাল থাকুন যেখানেই আছুন...
ভালবাসার চাঁদরে..।।
===============
RAN © mdrazib
3rd Ograhayon, 1417 BD ৩রা অগ্রহায়ণ,১৪১৭ 10th Jikhajj, 1431 Hj 17-11-2010
রবিবার, ৩ অক্টোবর, ২০১০
শরৎ-রানী- Autumn Queen
শিউলি'তলায় ভোর হয়েছে পবিত্র এই ধরায়
দোয়েল পাখির গানের সুরে ব্যস্ত জীবন ছড়ায় ।
সর্বনাম, অব্যয়, ক্রিয়া-এক হয়ে মিশে যাচ্ছে তপ্ত দুপুর বেলায়...
সন্ধি-বিচ্ছেদ কী ঘটাবে,
শুভ্রতায় শরৎ'রানী কাশবনের'ছায়ায়..!!
আশ্বিনের'শেষে গোধূলী রাঙা সাঁঝের'আকাশে,
প্রতীক্ষায় নিশীরাত জোনক'জ্বলা প্রাতে ।।
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Dawn has broken at the foot of the Shiuli.
In this sacred place, busy life spreads to the tune of the song of the Doel bird.
Pronouns, prepositions, verbs - merging into one on a hot afternoon...
What will the breakup of the treaty bring about?
In the shade of the white autumn queen, the cashew tree..!!
At the end of Ashwin, the twilight-colored evening sky,
The night is waiting for the fire to burn in the morning.
mdrazib © All Rights Reserved
18th Asshin 1417 Bangla
03 Oct' 2010
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০১০
ঈদ-উল-ফিতর' ২০১০-Eid Ul-Fitr'2010

~সব মতোভেদ যাক না সরে...
এসো সবাই হৃদয় নীড়ে,
শত্রু যে-জন কাছে আসে..
হাতটি বাড়াই বন্ধু হয়ে ।
বন্ধু হয়ে বুকে জড়াই...
সব ব্যবধান ভুলে গিয়ে..;
ভালবাসার কেতন উড়াই
নীল -সাদা ওই মেঘাকাশে।
সাম্য ও প্রীতি বন্ধণে
থাকবো মোরা অঙ্গণে
স্বর্ণালী এই ঈদের দিনে
শান্তি-সুখের প্রাঙ্গণে~।।
মো্: রাযিব
১০-০৯-২০১০
10-09-2010
© 2010-mdrazib
All Rights Reserved.
