বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
শনিবার, ২ এপ্রিল, ২০১৬
ফিরে দেখা সময়
কোলাহল শহরে বৃষ্টি কথা বলে
অবচেতন দেহ হারিয়ে চলে..
ধরনী শীতল মায়ায়..মানব-জমিন কথা বলে
আবার কী হবে দেখা বন্ধু..
পদ্মায় চলে যাওয়া শেষ বিকেলে।।
১৯শে-চৈত্র-১৪২২ বাংলা
অবচেতন দেহ হারিয়ে চলে..
ধরনী শীতল মায়ায়..মানব-জমিন কথা বলে
আবার কী হবে দেখা বন্ধু..
পদ্মায় চলে যাওয়া শেষ বিকেলে।।
RAN © 2016-mdrazib
02-APR-2016
১৯শে-চৈত্র-১৪২২ বাংলা
২৩শে-জমাদিউস সানি-১৪৩৭ হি:
রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
তোমার জন্যই আমি
হে প্রিয়...!
কেন তব এ বিবাদ..আমি তো তোমায় ভালবেসেছি
দিগন্ত-কে প্রশ্ন কর...কর সেই রাতের মায়াকে..
তোমার সুগন্ধ মাখা চিবুকে আমি তোমারেই দিয়েছে ভালবাসার স্পর্ষ..;
কেন তব এ বিচ্ছদের সুর কন্ঠে...
তুমি যেতে চাও কোথায়..যেথা আমি নই...?
কেন তব এ বিবাদ..আমি তো তোমায় ভালবেসেছি
দিগন্ত-কে প্রশ্ন কর...কর সেই রাতের মায়াকে..
তোমার সুগন্ধ মাখা চিবুকে আমি তোমারেই দিয়েছে ভালবাসার স্পর্ষ..;
কেন তব এ বিচ্ছদের সুর কন্ঠে...
তুমি যেতে চাও কোথায়..যেথা আমি নই...?
কথার পিঠে কথা দিয়েছিলে এ হাত ছাড়বে না কভু...
শিমুল তলে দাঁড়ায়ে ভালবেসেছিনু ...সেই গন্ধরাজকে প্রশ্ন কর তুমি..
তোমার দেয়া গোলাপ আমি তোমারে দিয়েছি...
কী ভুল ছিল বলো...?...আমিতো আমার ভালবাসাকেই দিয়েছি...!
যার শোভা বর্ধণ করেছিলে সেতো তুমিই ছিলে...!
শিমুল তলে দাঁড়ায়ে ভালবেসেছিনু ...সেই গন্ধরাজকে প্রশ্ন কর তুমি..
তোমার দেয়া গোলাপ আমি তোমারে দিয়েছি...
কী ভুল ছিল বলো...?...আমিতো আমার ভালবাসাকেই দিয়েছি...!
যার শোভা বর্ধণ করেছিলে সেতো তুমিই ছিলে...!
জীবন অনেক কঠিন..সহজ কী ছিল তোমার-আমার মিলন..!
তবুতো এই ভাল থাকা ছিল..প্রেম ছিল নয়নে আমাদের.!!
তবুতো এই ভাল থাকা ছিল..প্রেম ছিল নয়নে আমাদের.!!
যাও তব এ হাত ছেড়ে..আমি অশ্রু ঝড়াবো না কোন কারনে..!
আমার আমৃত্ত খুশি শুধু তুমি..শুধু তুমি..!!
আমাদের ভালবাসার পুথিমালা গাইবে সুরেলা পাখি..
বলবে সে ভালবাসার কথা রুপসা নদী..।
আমার আমৃত্ত খুশি শুধু তুমি..শুধু তুমি..!!
আমাদের ভালবাসার পুথিমালা গাইবে সুরেলা পাখি..
বলবে সে ভালবাসার কথা রুপসা নদী..।
আমার কোন ভালবাসাই ধড়লো না তোমায়..আর কী দিবো..?
সব আনন্দ যে শুধু তুমি...কী করে ভোলাবো তোমায়..?
আমার মৃত্যু তোমার কামনা নয়..
সব আনন্দ যে শুধু তুমি...কী করে ভোলাবো তোমায়..?
আমার মৃত্যু তোমার কামনা নয়..
তারপরও আমার মৃত্যু যদি তোমায় খুশি করে..সেই মৃত্যু চাই আমি..!
তুমি কাদবেঁ না জানি...ভাল যেখানে...সেথায় হোক তোমার স্থান।
আমার নিয়তী আজ তোমায় দিয়ে যাই...
সুখে থাকা হোক সর্বময় তোমার..।
আমার নিয়তী আজ তোমায় দিয়ে যাই...
সুখে থাকা হোক সর্বময় তোমার..।
তারপরও পারবো না সে কাজ করতে...সেই পবিত্র বন্ধন ভাঙ্গতে...!
তুমি শুধুই আমার...আমি শুধুই তোমার...।।
তুমি শুধুই আমার...আমি শুধুই তোমার...।।
RAN © 2015-mdrazib
০৬ই-বৈশাখ-১৪২২ বাংলা
19th-APR-2015
29th Jumadius-Sani-1436 Hj.
রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
আমার রক্তে আঁকা প্যালেস্টাইন
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
"মাত্র জন্ম হবে আমার...
আর ক'টা দিন সবুর করো মা' তোমার সন্তান দেখবে নতুন প্যালেস্টাইন..;
খুব ব্যথা দিচ্ছি মা' তোমায়...ক্ষমা কর আমায়..।"
অপেক্ষায় দিন কাটে মা'র- বেঁচে থাকার অধিকারে পথ হারায়..
আলো আসতে সময় নেয় না....
তব সে আলোর প্রতিক্ষায়...;
নতুন দিনের আলো...নতুন স্বপ্ন মাখা মা'য়ের মুখ..।
সবই ঠিক ছিলো...বুলেটের গতিটা থামানো গেল না..
মা' আহত হলেন..স্বপ্ন ভেঙ্গে যায়নি...' ঈশ্বরের ইশারায় বেঁচে গেলেন মা'...।।
কিন্তু....মা'কে ডাকার সেই শিশু চলে গেল..
'বুকের চারপাশ জোড়া শালিকের হাহাকার পড়ে গেল..।
রক্তে মাখা প্যালেস্টাইন আজ কাঁদে..; সেদিনও কেঁদে ছিল....।
সবাই কী ঘুমিয়ে আছে মা'..?
বিশ্ব নাগরিক-রা কিভাবে ঘুমায় তোমায় একা ফেলে..?
তারা কী স্বাধীন প্যালেস্টাইন চায় না..?
কেন তব আজ তোমার বুকে রক্ত..?
আমার প্রিয়া কোনদিন আর বলবে না...
কেন কবিতা লিখেছিলে তুমি..!!
কেউ বলবে না- গানের স্বরলিপি কী করে লিখতে হয়..?
ও'গো মা' ওরা আজ'ও স্বাধীনতা কী বোঝেনা...
গণজাগরণ নেই..স্বার্থের জাগরণ চারপাশে...স্ফুলীঙ্গ খেলা করে..।
"আমাকে ঘুমাতে দাও মা...
আমি এই স্বার্থচরিত সমাজ থেকে দুরেই ভাল আছি...
বিশ্ব অকর্মাদের থেকে অনেক দুরেই ভাল আছি..।।"
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
RAN © 2014-mdrazib
Written-Date-
১২-০৭-২০১৪ ইং
12-JULY-2014
13 RAMADAN-1435 Hj.
Published on--
WORDPRESS-KOBITANGON-কবিতাঙ্গনসোমবার, ৪ নভেম্বর, ২০১৩
ভাবুক জোৎস্ণা~♥~
♥ফিরে যাওয়া আর আসার মাঝে কিছু কিছু..
ভাবুক জোৎস্ণা ~
আমি কত স্বার্থপর..যে ভালবাসে না তোমাকে..;
আজ কবিতাই যেন পড়তে চায় মন,
যে কবিতা পড়েনি কোন কালে..!!"♥
Going back to some of the more
Thinker fullmoon ~
How selfish is that I do not love you..;
Today he wants to read the mind of poetry,
The poems were which aired..!!♥
© mdrazib-2012
20th-Karttik-1420 Bangla
29th-JilHajj-1434 HJ.
শনিবার, ২০ জুলাই, ২০১৩
সত্য ভাষন-১
ফেরাউন কে তুমি ভেবে দেখো..
যে আছে এখনো যাদুঘরে..|
ব্রিটিস যার নাম রেখেছে রেমেসিস..
যে আছে এখনো যাদুঘরে..|
ব্রিটিস যার নাম রেখেছে রেমেসিস..
কোথায় তার কর্ম লুকালো..?
একবারো কী ভেবেছিস..!!
আমার কোরআন্ সাক্ষ্য দেয়..
সে ছিল বানোয়াট খোদা..!
তুই যতই নাম দিস্ তার..
সে এখন শুয়ে আছে সোজা..
করো না আর নিজেকে নিয়ে বড়াই,
সেই সত্য ভাষন নতুন করে পড়াই..|
একবারো কী ভেবেছিস..!!
আমার কোরআন্ সাক্ষ্য দেয়..
সে ছিল বানোয়াট খোদা..!
তুই যতই নাম দিস্ তার..
সে এখন শুয়ে আছে সোজা..
করো না আর নিজেকে নিয়ে বড়াই,
সেই সত্য ভাষন নতুন করে পড়াই..|
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
Who Do You Consider The Pharaoh..
The Museum Has Yet..
British Remesisa Whose Name Is.
The Museum Has Yet..
British Remesisa Whose Name Is.
Where Hid His Actions ..?
What think about It?.. Didn't You .. !!
I Testify The Qur'aan..
He Was A False God..!
Gave Then the name of Any..
He Now Has A Straight Lie.
Do Not Brag About Himself,
New To The Truth To Say You Go.
What think about It?.. Didn't You .. !!
I Testify The Qur'aan..
He Was A False God..!
Gave Then the name of Any..
He Now Has A Straight Lie.
Do Not Brag About Himself,
New To The Truth To Say You Go.
19-07-2013
© 2013-mdrazib
মহাকালের কাছে
15-06-2013
আষাঢ়ে শ্রাবণ বিজন'ঘরে একলা আকাশ আমার
স্বন্দিপ্ত তারার মেলায় অনেক আলো..;
আধারের খেলায় একলা চাঁদ তোমার..।
নিশীথ প্রদ্বীপ চাওয়া-পাওয়ায় কেউ খোঁজে কারে,
অপার মহিমায় সময় হলো তোমাতে আমাতে..।।
বৃষ্টি ধারায় প্রাণ ফিরে এলো
এলো নতুন জীবনের ডাক;
ঘুম হেটে এলো আমারদের পদ্বপায়ের দ্বাড়ে
চির নিদ্রায় মহাকালের কাছে আষাঢ়ের
প্রথম বিন্দু ভালবাসা আজ..।।
© 2013-mdrazib
০১-আষাঢ়-১৪২০
০৫-শাবান-১৪৩৪ হিঃ
আষাঢ়ে শ্রাবণ বিজন'ঘরে একলা আকাশ আমার
স্বন্দিপ্ত তারার মেলায় অনেক আলো..;
আধারের খেলায় একলা চাঁদ তোমার..।
নিশীথ প্রদ্বীপ চাওয়া-পাওয়ায় কেউ খোঁজে কারে,
অপার মহিমায় সময় হলো তোমাতে আমাতে..।।
বৃষ্টি ধারায় প্রাণ ফিরে এলো
এলো নতুন জীবনের ডাক;
ঘুম হেটে এলো আমারদের পদ্বপায়ের দ্বাড়ে
চির নিদ্রায় মহাকালের কাছে আষাঢ়ের
প্রথম বিন্দু ভালবাসা আজ..।।
© 2013-mdrazib
০১-আষাঢ়-১৪২০
০৫-শাবান-১৪৩৪ হিঃ
অবেলা শ্রাবণ..
আজ হে আজ তোমার আকাশ জুড়ে বৃষ্টি হবে
তুমি আধো চোখে মুছে নিতে পারবে না;
তোমার কপাল বেয়ে ফোটা ফোটা বৃষ্টি
উত্তরের আকাশ কেন আজ তোমার বুকে সারা..!!
তুমি জানো না..!
তুমি আধো চোখে মুছে নিতে পারবে না;
তোমার কপাল বেয়ে ফোটা ফোটা বৃষ্টি
উত্তরের আকাশ কেন আজ তোমার বুকে সারা..!!
তুমি জানো না..!
আড়িপাতা কান শোনেনা বারন..
অনুভূতি নিঃশ্বেস হয়;
যেন আজ শ্রাবণ...।।
অনুভূতি নিঃশ্বেস হয়;
যেন আজ শ্রাবণ...।।
© 2013-mdrazib
বৈশাখী পায়রা
সন্ধ্যা পার করে আমি হেটেছি বহুদূর..
চৈত্র শেষ হয়ে এলে তোমায় পাবে আগামী ভোর..
লাল শাড়ীর ভাঁজে-ভাঁজে..কখোনবা ওড়ণাতে,
পান্জাবী আর লুঙ্গির আবরণে..
বার-ভূইয়ার এই দেশ আবার আলোকিত হবে..
বৈশাখী শান্তির সাদা পায়রা হয়ে উড়বে..।।
© 2013-mdrazib
14-04-2013
২রা-জমাঃসানি-১৪৩৪
চৈত্র শেষ হয়ে এলে তোমায় পাবে আগামী ভোর..
লাল শাড়ীর ভাঁজে-ভাঁজে..কখোনবা ওড়ণাতে,
পান্জাবী আর লুঙ্গির আবরণে..
বার-ভূইয়ার এই দেশ আবার আলোকিত হবে..
বৈশাখী শান্তির সাদা পায়রা হয়ে উড়বে..।।
© 2013-mdrazib
২রা-জমাঃসানি-১৪৩৪
গণজাগরণ থেকে বলছি...
জাগো বাহে... |
আমি সেই গণজাগরণ থেকে বলছি..
আমি তোমার বাংলাদেশ থেকে বলছি..।।
আমার দেশের মা'য়ের ভাষা থেকে বলছি
আমি সেই অস্থায়ী মঞ্চ খেকে বলছি
আমি সাধারন এক মানুষ বলছি..।।
আমার মা'কে যারা হত্যা করেছে
আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি..
যতদিন রাজাকারেরা ফাঁসির কাষ্ঠে না ঝুলবে..
আমি আজ ঘরে ফিরে যাবোনা...।।
© 2013-mdrazib
08-02-2013
২৬-মাঘ-১৪১৯
২৬-রবিউল আউয়াল-১৪৩৪
২৬-মাঘ-১৪১৯
২৬-রবিউল আউয়াল-১৪৩৪
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)