ভাল থাকে মন..ভাল থাকার ঘরে,
ভাল থাকে মন...ভাল থাকার অন্তরালে..।।
ভাল থেকো..ভাল থেকো..
ভাল থাকার অন্তরালেই ভাল থাকার মাঝে
বিরাজমান কোন হীয়ার মাঝে..
ভাল থাকার হোক সবার এই ভাল থাকার মত..।।
ভাল থেকো..ভাল থেকো..
শহর-বন্দর হয়ে কোন বন্দরে
দূর হতে সাগর তীরে
মহুয়া বনে অথবা কেয়া বনে
কোন নাম না জানা দ্বীপে
তোমার আপন আলোয়..।।
ভাল থেকো..ভাল থেকো..
কাশফুলে বয়ে যাওয়া বাতাসে
হিরণ-পয়েন্ট থেকে সুন্দর বনে;
বেয়ে যাওয়া নৌক-পালে
জ্যোস্না আলোয় তোমার বুকের মাঝে..।।
ভাল থেকো..ভাল থেকো..
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
The mind is good..in the house of good living,
The mind is good...in the shadow of good living..
Be good..be good..
Be good in the shadow of good living
In the midst of good living
In the midst of any existing chaos..
May everyone be good like this..
Be well..be well..
Through the city and port,
to some port,
to the distant sea shore,
to the mahua forest or the keya forest,
to some unknown island,
in your own light...
Be well..be well..
In the wind that blows with flowers
From Deer Point to the beautiful forest;
On the sails of the boat
In the bright light within your heart...
Be well..be well..!
© 2012-mdrazib
28-10-2012