DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

সোমবার, ২৮ মার্চ, ২০২২

নতুন তুমি

জানি না তোমার নাম কী ছিল..

নব সভ্যতা শেখায় বাণী..

এসএলআর বলে নতুন কথা–; তোমাদের কথা..

নতুন ভাষা…নতুন পরিবর্তন..নতুন বাতাসের অনুভূতি..।

নতুন আলো দেখে তোমায় নতুন করে..।।

22-May-2014

০৮-জৈষ্ঠ্য-১৪২১ বাংলা

© 2014-mdrazib



[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

# Always ask for my permission before using any of my POEM AND FROM other blog’s poem.

নতুন তুমি

রবিবার, ২৭ মার্চ, ২০২২

ফসিল

পিঁপড়ে বোমার উপর হেটে চলে;

বুম করে বোমা ফাটে,

উড়ে এসে পরে জলেতে;

সাঁতার কেটে ক্লান্ত প্রাণ,

সবিশেষ ভেসে থাকে ফসিল!

RAN © 2019-mdrazib



[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

শনিবার, ২৬ মার্চ, ২০২২

ফিরে দেখা আবার

১৯৯৬- থেকে শুরু বন্ধু শব্দ

শুরু হয় পথ চলা

উচুঁ আর নিচু পাহাড় বেয়ে

১০টাকা পকেটে নিয়ে সারা দিন কাটে

এই শহরে

প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দুরে

মাঝে ২টা বছর দুরে থাকা

নতুন বন্ধুর আনাগোনা

কিছু হারায় কিছু থাকে

যেন জোয়ার ভাটা

বেচেঁ থাকার অন্তরাল জীবন চলে

খুব মনে পড়ে , তোদের মনে পড়ে

ছিল ১ যুগের পরিচয় এমন বন্ধু কেউ

চলে গেছে অনেকে না ফেরার দেশে

হয় না দেখা অনেক বছর

আছে নিজের আমিত্তের মাঝে

চলছে এভাবেই

আমার আমির মাঝে বন্ধু থেকে যায়

সম্পর্ক থেকে যায় যার যার মাঝে

ফিরে ফিরে আবার আসে।।

(উৎসর্গ সব বন্ধুদের প্রতি)

RAN © 2016-mdrazib



১৯-অগ্রহায়ণ-১৪২৩-বাংলা

২রা-রবিউল আউয়াল-১৪৩৮ হি:

ফিরে দেখা আবার

শ্রাবণ’ বন্ধন

বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক বন্ধন

আকাশে উঠে উতলা ক্রন্দন,

চারিপাশ ছিন্ন কয়লা পোড়ায় –নেই চন্দন॥

তব ঘ্রাণে নেই আর মায়াবী মানবতা

অধম নেই আর প্রাণের নিরবতায়।

অধরা শ্রাবণে বজ্রের হুংকার ধরনীতে লাগে

তব উর্বতায় আনন্দে ভাসে,

অলেখা হারায় শাওন প্রাতে অন্তরীনের কাছে॥

RAN © 2016-mdrazib

-মোঃ রাযিব

১৪ই ভাদ্র, ১৪২৩ বাংলা

29/08/2016 BC

শ্রাবণ’ বন্ধন