DATE/TIME


me

~*~*~*~*~*~*~*~*~*~*~*~

BANGLADESH-গণজাগরণ-২০১৩

TRACK

KOBITANGON

শনিবার, ২০ জুলাই, ২০১৩

সত্য ভাষন-১

ফেরাউন কে তুমি ভেবে দেখো.. 
যে আছে এখনো যাদুঘরে..| 
ব্রিটিস যার নাম রেখেছে রেমেসিস..
 
কোথায় তার কর্ম লুকালো..? 
একবারো কী ভেবেছিস..!! 
আমার কোরআন্ সাক্ষ্য দেয়.. 
সে ছিল বানোয়াট খোদা..! 
তুই যতই নাম দিস্ তার.. 
সে এখন শুয়ে আছে সোজা..
করো না আর নিজেকে নিয়ে বড়াই,
সেই সত্য ভাষন নতুন করে পড়াই..|
 
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
 
Who Do You Consider The Pharaoh..
The Museum Has Yet.. 
British Remesisa Whose Name Is.
  
Where Hid His Actions ..?
What think about It?.. Didn't You .. !!
I Testify The Qur'aan..
He Was A False God..!
Gave Then the name of Any..
He Now Has A Straight Lie.
Do Not Brag About Himself,
New To The Truth To Say You Go.
 
19-07-2013
© 2013-mdrazib

মহাকালের কাছে

15-06-2013
 
আষাঢ়ে শ্রাবণ বিজন'ঘরে একলা আকাশ আমার
স্বন্দিপ্ত তারার মেলায় অনেক আলো..;
আধারের খেলায় একলা চাঁদ তোমার..।
নিশীথ প্রদ্বীপ চাওয়া-পাওয়ায় কেউ খোঁজে কারে,
অপার মহিমায় সময় হলো তোমাতে আমাতে..।।
বৃষ্টি ধারায় প্রাণ ফিরে এলো
এলো নতুন জীবনের ডাক;

ঘুম হেটে এলো আমারদের পদ্বপায়ের দ্বাড়ে
চির নিদ্রায় মহাকালের কাছে আষাঢ়ের
প্রথম বিন্দু ভালবাসা আজ..।।

© 2013-mdrazib


০১-আষাঢ়-১৪২০
০৫-শাবান-১৪৩৪ হিঃ

অবেলা শ্রাবণ..

আজ হে আজ তোমার আকাশ জুড়ে বৃষ্টি হবে
তুমি আধো চোখে মুছে নিতে পারবে না;
তোমার কপাল বেয়ে ফোটা ফোটা বৃষ্টি
উত্তরের আকাশ কেন আজ তোমার বুকে সারা..!!
তুমি জানো না..!
 
আড়িপাতা কান শোনেনা বারন..
অনুভূতি নিঃশ্বেস হয়;
যেন আজ শ্রাবণ...।।

© 2013-mdrazib

বৈশাখী পায়রা

 সন্ধ্যা পার করে আমি হেটেছি বহুদূর..
চৈত্র শেষ হয়ে এলে তোমায় পাবে আগামী ভোর..
লাল শাড়ীর ভাঁজে-ভাঁজে..কখোনবা ওড়ণাতে,
পান্জাবী আর লুঙ্গির আবরণে..
বার-ভূইয়ার এই দেশ আবার আলোকিত হবে..
বৈশাখী শান্তির সাদা পায়রা হয়ে উড়বে..।।

© 2013-mdrazib

14-04-2013
২রা-জমাঃসানি-১৪৩৪

গণজাগরণ থেকে বলছি...

 
জাগো বাহে...

আমি সেই গণজাগরণ থেকে বলছি..
আমি তোমার বাংলাদেশ থেকে বলছি..।।
আমার দেশের মা'য়ের ভাষা থেকে বলছি
আমি সেই অস্থায়ী মঞ্চ খেকে বলছি
আমি সাধারন এক মানুষ বলছি..।।


আমার মা'কে যারা হত্যা করেছে
আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি..
যতদিন রাজাকারেরা ফাঁসির কাষ্ঠে না ঝুলবে..
আমি আজ ঘরে ফিরে যাবোনা...।।


© 2013-mdrazib
 
 08-02-2013
২৬-মাঘ-১৪১৯
২৬-রবিউল আউয়াল-১৪৩৪

মোদের শ্রদ্ধা

01st-DEC-2012




“বাংলার দামাল ছেলেরা ঘুমায় ডিসেম্বারের শীতে..,
 

 জাতির শ্রদ্ধাসমূহ বার বার ফিরে আসে;
 

  বিচারের দাবীতে দলিলগুলো মুখ থুবরে পরে আছে,
 

একটাই ধ্বনি “রাজাকার নিপাতযাক॥”
 

  WRITING DATE- 01st-DEC-2012
১৯ অগ্রহায়ণ, ১৪১৯ বাংলা
 

 © 2012-mdrazib

আশূরা’কালে


ঐ’যে দেখ আসমানে চাঁদ
হায় হোসেনের মাতম আনে;
আসছে আশূরা তোমার দ্বারে..
সংযত হও মাটির টানে..।।
খোদার ঘড়ে রহমতের নাযরাণা..
পান কর হে সর্ব জ্ঞনে..।।
স্বাধীন তোমার ইসলাম আজ..
শূদ্ধতারই কার্যকালে…;
স্ববচনে হস্ত ধরে,
এগিয়ে চল সত্যবলে..।।


© 2012-mdrazib
23rd NOV,2012
৯ অগ্রহায়ণ,১৪১৯ বাংলা/9th Agrahayon, 1419 BD
৮ মহররম,১৪৩৪ হিজরি/8th MOHARRAM,1433 Hj

আবরণে ভালবাসা...♠

অজানা ভাললাগা কভু কাছাকাছি
ক্যামেরার ফ্রেমে বন্দি ভাবনাগুলো..
একদিন চুপিসারে এসে বলে রাঙিয়ে দাও না আজ আপন করে..।।


কোন উড়ন্ত সেতুর উপর যদি আমি এসে বলে আমায়
"যাও ভাবনার অন্তরালে এক ভালবাসাবাসি..;"
তোমার ছলনার উদারতায় আমার সব স্বপ্ন
আবার জেগে উঠে নতুন করে..
কভু যদি বাস থেকে নামতে না ধর হাত..
কভু বিকেলে বলবে না আর
"হবে নাকি চায়ের চুমুকে চুম্বন..;"

আমি অবধারিত হয়ে দেশের টানে
ফিরতে হবে মাছরাঙা'র ঠোটে..
বোবা হয়ে ফিরবোনা  আর..;
জানি আমার শব্দগুলো তোমার কাছে বোবা
হয়ে আমাতে ফিরে আসে..
নেই কোন স্পন্দন, নেই শব্দের ভালবাসা
তবু অকপটে আমাতে তোমার তেরটি'নদীর ঢেউ খেলা করে..।
আমি ব্যস্ত ক্যামেরায় তোমাকে আর খুঁজি না..
আমি পুরোনোকে আপন করে নিতে পারি না..
বলেই আজ আমার সর্বপ্রেমে আবৃত হৃদয়;
নেই কোন অনুযোগ তোমাতে আমাতে
আমি একলাফে উঠে যাই ট্রেনে..
লাফ দিয়ে নামি রাস্তায়..
আমার নেই আজ সংশয়..
ভাবনার পরতে পরতে ভালবাসা রয়..।।


© 2012-mdrazib
18-11-2012
০৪-অগ্রাহায়ন-১৪১৯
০৩-মহররম-১৪৩৪

ভাল থাকার অন্তরালে♣In the midst of good times.

ভাল থাকে মন..ভাল থাকার ঘরে,
ভাল থাকে মন...ভাল থাকার অন্তরালে..।।


ভাল থেকো..ভাল থেকো..

ভাল থাকার অন্তরালেই ভাল থাকার মাঝে
বিরাজমান কোন হীয়ার মাঝে..
ভাল থাকার হোক সবার এই ভাল থাকার মত..।।



ভাল থেকো..ভাল থেকো..

শহর-বন্দর হয়ে কোন বন্দরে
দূর হতে সাগর তীরে
মহুয়া বনে অথবা কেয়া বনে
কোন নাম না জানা দ্বীপে
তোমার আপন আলোয়..।।



ভাল থেকো..ভাল থেকো..

কাশফুলে বয়ে যাওয়া বাতাসে
হিরণ-পয়েন্ট থেকে সুন্দর বনে;
বেয়ে যাওয়া নৌক-পালে
জ্যোস্না আলোয় তোমার বুকের মাঝে..।।


ভাল থেকো..ভাল থেকো..
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
The mind is good..in the house of good living,
The mind is good...in the shadow of good living..

Be good..be good..

Be good in the shadow of good living
In the midst of good living
In the midst of any existing chaos..
May everyone be good like this.. 
 
Be well..be well..
 
Through the city and port, 
to some port, 
to the distant sea shore, 
to the mahua forest or the keya forest, 
to some unknown island, 
in your own light...
 
 Be well..be well..
 
In the wind that blows with flowers
From Deer Point to the beautiful forest;
On the sails of the boat
In the bright light within your heart... 
 
 Be well..be well..!  

© 2012-mdrazib
28-10-2012

হৃদয়ে তোমার মহিমা-The Heart of Your Majesty

অনিশ্চিত এক মহাকাল...
নেই অন্তরীণ আশ্রয়,
তবু তোমা'হতে মম বিজন'আধারী..।
ভালবাসি তাই,..এই গুনাহকে ক্ষমা কর আজি;
নিঃশ্বপাপ কর, হৃদয়ে আনো শ্রাবণ'মহিমা
তোমার দেয়া এক সৃষ্টি যা 'আমি'
অমৃত ধারায় পূণ্য বহে
আমার প্রেম শুধু তোমারী
ক্ষমা কর হে মহান তুমি ইস্মে-আযম..।।

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
There is no shelter
stukk you bemy lonesomebase game;
i love u , forgive my mischif modes;
clean them, the heart of Morphic auditory pride..
I was onw of the 'thy"
Nector -by pious running hand,
I love only YOU
Forgive me , O great ISMEY-AZAM.


© 2012-mdrazib
25-07-2012
১০-শ্রাবণ-১৪১৯

এই শহরে..♣In this city.

একদিন আবার দেখা হবে এই শহরে..
গোল-চক্কর ঘুড়ে যেদিন আসবে আমার কাছে..!
সেদিন তুমি দেখবে আমায় সাদা চাঁদর গায়ে..।।

রাজা-রানী খেলা শেষে ফিরবে তুমি ঘরে,
থাকবে না আর আদর সেথায় পুরো ঘরটা জুড়ে..।।
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
One day we will meet again in this city..
The day you come to me after going round and round..!
On that day you will see me in a white dress..

After the king and queen play, you will return home,
and you will not stay there, the whole house will be filled with love.. 

© 2012-mdrazib
০৯-জুন-২০১২
২৬-জৈষ্ঠ্য-১৪১৯
১৯-রজব-১৪৩৩