আগামী ভোরে এমন এক জীবন
এসে দাড়াঁবে বন্ধু, তোমার দ্বাড়ে..
যে তোমাকেও অতিক্রম করবে \
আগামী বিকেলে এমন এক পাখী
উড়ে আসবে প্রিয়, তোমার জানালায়..
তোমাকেও গান শোনাবে \
আগামী নিশীথে এমন এক জীবন
দাড়াঁবে এসে প্রিয়া, তোমার দ্বাড়ে..
যে ক্ষনিকের জন্য হলেও তোমায় হাঁসাবে \
তাকে ছেঁড়ে দাও, এ সমাজে
তাঁকে বাচঁতে দাও নিজের মত করে..
ছেড়ে দাও, খোলা পবনে, ঐ সূনীল গগনে \
© mdrazib-2009
Written Year 2005